‘মাশরাফির মধ্যে ইতিহাসের সেরা অধিনায়ক হবার সব রকম গুণাবলী রয়েছে’
কয়েকদিন আগে ঢাকায় পা রেখেছেন পাকিস্তানের সাবেক তারকা আকিব জাভেদ। তিনি মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে বলেছেন নানা কথা।
এতদিনে মাশরাফি বিন মুর্তজাকে এতটা কাজ থেকে দেখার সুযোগ পাননি তিনি। মাশরাফির সাথে এভাবে মেশার সুযোগও এর আগে হয়নি তার।
নড়াইল এক্সপ্রেসকে নিয়ে বিশ্লেষণ করেছেন তিনি। আকিব তার দেয়া এক সাক্ষাকারে মাশরাফি
বিন মুর্তজাকে নিয়ে বলেছেন, ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হওয়ার জন্য যেসব গুণাবলী দরকার মাশরাফির মধ্যে তা সব রয়েছে।
আকিব জাভেদ এ সাক্ষাৎকারে বলেন, মাশরাফি চাইলে নিজেকে পাকিস্তানের ইমরান খান বা ভারতের মহেন্দ্র সিং ধোনি বা সৌরভ গাঙ্গুলির পর্যায়ে নিয়ে যেতে পারবেন।
তিনি মাশরাফির প্রশংসা করে বলেন, মাশরাফি বাংলাদেশ দলে ইতিবাচক পরিবর্তন এনেছেন। বাংলাদেশের প্রতি মনোভাবটাই পাল্টে দিয়েছেন তিনি।
আকিব জাভেদ বলেন, ইমরান খান, ধোনি কিংবা গাঙ্গুলি নিজেদের দলের জন্য যা করেছিলেন। এটা করছেন মাশরাফি। পাকিস্তান থেকে আসা এই কোচ বলেন, তবে মাশরাফিরটা মাত্র শুরু। এদের মত একজন ব্যক্তিত্বে পরিণত হওয়ার সুযোগ তার রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন