মাশরাফির সঙ্গে এবার সাকিব-মুশফিকদেরও জরিমানা করলো আইসিসি
এক ম্যাচ নিষিদ্ধ এই বিষয়টি আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা নিজেই জানিয়েছিলেন। এবার জানা গেল জরিমানার পরিমাণও।
আজ আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কলম্বোয় শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফি’র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে। দলের অন্য সদস্যদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ২০ শতাংশ।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানিয়েছেন, ম্যাচের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেওয়ার পর নির্ধারিত সময়ে ২ ওভার ঘাটতি ছিল বাংলাদেশের।
২০১৬ সালের ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও স্লো ওভার রেটের অভিযোগ ছিল মাশরাফির বিরুদ্ধে। নিয়ম অনুযায়ী, এ ধরনের অপরাধ ১২ মাসের মধ্যে দুবার করলে অধিনায়ক এক ম্যাচ নিষিদ্ধ হবেন।
এই নিষেধাজ্ঞায় বাংলাদেশের পরের ওয়ানডেতে খেলতে পারবেন না মাশরাফি। আগামী মে মাসে আয়ারল্যান্ডে স্বাগতিক দল ও নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানে ১২ মে বাংলাদেশের প্রথম ওয়ানডে আয়ারল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ আইরিশদের বিপক্ষে মাশরাফিকে ছাড়াই নামতে হবে বাংলাদেশকে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন