মাশরাফির ২০০ না ২০১!

বাংলাদেশের জার্সি গায়ে তৃতীয় খেলোয়াড় হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ উইকেট শিকার করলেন মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দেশের জার্সি গায়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। অবশ্য ওয়ানডেতে ফরম্যাটে আগেই ২০০ উইকেট শিকারের স্বাদ নিয়েছিলেন মাশরাফি।
নিজের ওয়ানডে ক্যারিয়ারে ২০০৭ সালে দু’টি ম্যাচ এশিয়া একাদশের হয়ে খেলেছিলেন মাশরাফি। আফ্রিকা একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচে অংশ নেন তিনি। প্রথম ম্যাচে ১ উইকেট শিকার করলেও, দ্বিতীয় ম্যাচে উইকেট শূন্য ছিলেন ম্যাশ। তাই ঐ ১টি উইকেট এশিয়া একাদশের হয়েই বিবেচনা করা হয়। ঐ হিসেবে আগেই ২০০ উইকেট শিকার করা হয়ে গেছে তার।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশের হয়ে মাশরাফির উইকেট সংখ্যা ছিলো ১৯৯টি। এই ম্যাচে সিকান্দার রাজাকে ফিরিয়ে দিয়ে দেশের জার্সি গায়ে ২শ’ উইকেট পান ম্যাশ। বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত দু’জন ২০০ বা তার চেয়ে উইকেট শিকার করেছেন। তারা হলেন- আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন