মাশরাফি আশাবাদী ইংল্যান্ড আসবে
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ইংল্যান্ড ক্রিকেট দল! বাংলাদেশে সিরিজ খেলতে আসার বিষয়ে সরকারি নির্দেশনা মেনে চলবে বলেও জানিয়েছে ইসিবি। তাই অক্টোবরে অনুষ্ঠেয় সিরিজটি হবে কি না, তা এখন অনেকটাই অনিশ্চয়তায়।
অবশ্য বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আশাবাদী, ইংল্যান্ড এই সফরে আসবে। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি খুবই আশাবাদী ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে। তা ছাড়া এর আগেও ইংল্যান্ডকে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়েছিল। আশা করছি এবারো তেমনটাই দেওয়া হবে।’
ক্রিকেট সংস্কৃতি ধরে রাখতে ইংল্যান্ডের বাংলাদেশে আসা উচিত বলেও মনে করেন মাশরাফি, ‘ইংল্যান্ড আসবে কি না আমি নিশ্চিত নই। তা ছাড়া দুই বোর্ডের মধ্যে কী আলোচনা হয়েছে তাও আমি জানি না। তবে ক্রিকেটের সংস্কৃতি ধরে রাখতে ইংল্যান্ড দলের আসা উচিত। নিশ্চই তারা সর্বোচ্চ নিরাপত্তা পাবে।’
তা ছাড়া বাংলাদেশের মানুষ ক্রিকেটারদের সম্মান করে বলেও জানিয়েছেন মাশরাফি, ‘বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশের ক্রিকেটারদেরই নয়, সব দেশের ক্রিকেটারদেরই সম্মান করে, সব দলের খেলা দেখে। তাই আমি মনে করি বাংলাদেশ সফরে এলে ইংল্যান্ডের তেমন কোনো সমস্যা হবে না।’
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা। দিন-তারিখও ঠিক হয়েছে। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।
এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ইংল্যান্ড আসবে কি না, তা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন