‘মাশরাফি একটা লক্ষ্মী ছেলে, মাঠে সব সময় শান্ত থাকে’
ঢালিউডের আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল। ২০১৫ সালে তিনি মাশরাফির দলে যোগ দিয়েছিলেন। সেরা একাদশ কিংবা স্কোয়াডে ছিলেন না কিন্তু মাঠের বাইরে ঠিকই ছিলেন এ চিত্রনায়ক। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি পরেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা।
ব্রান্ড অ্যাম্বাসেডর হওয়ার পেছনের গল্প কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ‘ভিক্টোরি নাইট’ এ শুনেছিলেন চিত্রনায়ক অনন্ত ও বর্ষা। এ সময় তিনি বলেন, ‘আমি সব সময় নেতিবাচক দিক থেকে দূরে থাকি। মাশরাফি সম্পর্কে আজ পর্যন্ত কোনো নেতিবাচক কথা শুনিনি। মাশরাফি একটা লক্ষ্মী ছেলে। মাঠে সব সময় শান্ত থাকে। আমাকে আর বর্ষাকে যখন অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেওয়া হয় তখন দলে মাশরাফি আছে শুনে আমরা রাজি হয়ে যাই।’
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দল পরিচিত অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, ‘অসম্ভবকে সম্ভব করা মাশরাফি আর ওর দলের কাজ।’ মাশরাফি অসম্ভব কাজটিকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করায় বেশ খুশি অনন্ত জলিল। তাই তার উচ্ছ্বাসটিও ছিল দেখার মতো।
এ বর্ষা বলেন, ‘মাশরাফির দল খুবই ভালো খেলেছে। তার জন্যেই আজকে তারা চ্যাম্পিয়ন। আমি অন্তত সেদিনই বলেছিলো মাশরাফি অসম্ভবকে সম্ভব করবে। সেই কাজটিই মাশরাফি করেছেন। খুব সহজেই মাশরাফিরা চ্যাম্পিয়ন হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন