‘মাশরাফি ভাইকে হারাতে পারাই বড় ব্যাপার’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে দুটি ম্যাচের দুটিতেই হেরেছিল চিটাগং ভাইকিংস। এবার তাদেরই বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রামের দলটি। অবশ্য এসব কিছুকে ছাড়িয়ে চট্টগ্রাম অধিনায়ক তামিম ইকবালের কাছে বড় ব্যাপার কুমিল্লা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে হারাতে পারাটা।
মঙ্গলবার বিপিএলের প্রথম ম্যাচে চট্টগ্রাম ভাইকিংস ২৯ রানে জয় পেয়েছে। চট্টগ্রামের করা ১৬১ রানের জবাবে কুমিল্লার ইনিংস থেমে যায় ১৩২ রানে। এদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘দল জিতেছে এটা আমার কাছে খুবই ভালো লাগার ব্যাপার। জয় দিয়ে আসরটি শুরু করতে পেরেছি এটাও আমাদের কাছে আনন্দেরই বটে। অবশ্য কুমিল্লার বিপক্ষে জয় নয়, আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাশরাফি ভাইকে হারাতে পেরেছি বলে।’
গত আসরে এই কুমিল্লার কাছে দুটি ম্যাচই হেরেছিল চট্টগ্রাম। বাংলাদেশ ওপেনার অবশ্য পুরোনো কথা ভুলে যেতে চান। এ সম্পর্কে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা ঠিক গত বছর এই আসরে আমরা খুব একটা ভালো খেলিনি। তা ছাড়া কুমিল্লার কাছে দুটি ম্যাচই হেরেছিলাম আমরা। তবে পুরোনো সেই কথাগুলো ভুলে যেতে চাই। অবশ্য যতবারই ভুলতে চাই, ততবারই সবই মনে করিয়ে দেয়।’
এই জয়ের জন্য ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়েছেন তামিম, ‘এ ম্যাচে আমরা জয় পেয়েছি ব্যাটসম্যানদেরই সাফল্যে। তারা ভালো খেলতে পেরেছে বলেই প্রতিপক্ষের সামনে একটা ভালো সংগ্রহ দাঁড় করাতে পেরেছি। আর বোলাররাও যথেষ্টই ভালো করেছে।’ ব্যাট হাতে অধিনায়ক তামিমই দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। খেলেছেন ৩৮ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন