শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘মাশরাফি ভাই এক কথায় অসাধারণ’

বোলিংয়ের ধরন, উদযাপন ও মানসিকতায় যথেষ্টই আগ্রাসী। সোমবারের ম্যাচে দেখিয়েছেন হারার আগে হার না মানার মনোভাব। শেষ ওভারে সিলেট সুপার স্টার্সের প্রয়োজন ছিল মাত্র ৪ রান, হাতে ৬ উইকেট। ডেথ ওভারে বোলিংয়ে এসে আবু হায়দার রনি টানা দুই বলে ফিরিয়ে দিলেন রবি বোপারা ও লঙ্কান ব্যাটসম্যান শিহান জয়াসুরিয়াকে!

শেষ পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জেতাতে না পারলেও আরও একবার নিজেকে চিনিয়েছেন। জানান দিয়েছেন নিজের অপার সম্ভাবনার। এবারের বিপিএলে বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত আলো ছড়ানো উজ্জ্বলতম নাম তাই আবু হায়দার রনি। আর এই রনির আদর্শ মাশরাফি বিন মুর্তজা। নিজের প্রিয় খেলোয়াড়কেই পেয়েছেন দলের অধিনায়ক হিসেবে।

জানালেন মাশরাফিকে নিয়ে মুগ্ধতার কথা। দেশের শীর্ষ একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি ও বিপিএল নিয়ে সাক্ষাতকার দেন রনি। মাশরাফি প্রসঙ্গে রনি বললেন, ‘মাশরাফি ভাই এক কথায় অসাধারণ। অধিনায়ক হিসেবেও দুর্দান্ত।

তিনি নিজে পেসার বলে আমাদের খুব ভালো বোঝেন। পেস বোলারদের সমস্যাগুলো নিয়েও কড়া দৃষ্টি তাঁর। তাঁকে অধিনায়ক হিসেবে পাওয়াটা দারুণ ব্যাপার। খারাপ খেললেও উৎসাহ দেন। বলেন, ”এমনটা হতেই পারে। মন খারাপ করবি না। তুই ভালো বোলিং করছিস। একটা ওভার খারাপ করলেন টেনশন করার কিচ্ছু নেই।”’ সোমবার দলের হেরে যাওয়া ম্যাচে ২৮ রানে ৪ উইকেট পেয়েছেন এই বাঁহাতি পেসার।

এর আগে তিন ম্যাচে পেয়েছেন দুটি করে ছয় উইকেট। পাঁচ ম্যাচের একটিতে ছিলেন উইকেটশূন্য। সব মিলিয়ে পাঁচ ম্যাচে তুলে নিয়েছেন ১০ উইকেট। চট্টগ্রাম পর্বের প্রথম দিন শেষে ছিলেন সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে এবারের বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৩৫। বিপিএলে রনির লক্ষ্য সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া। বললেন, ‘আপাতত লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ। উইকেট না পেলেও ইকোনমি রেটটা ঠিক রাখার চেষ্টা করব। সবচেয়ে বেশি উইকেট পেলে ভালো তো লাগবেই। এমন লক্ষ্য তো সব বোলারেরই থাকে। দেখা যাক কী হয়।’ ২০১২ ও ২০১৪ যুব টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।

বিশ্ব আসরে অবশ্য সেভাবে নজর কাড়তে পারেননি। তবে ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ার মত পারফর্ম করেছেন বিপিএলের আগেও। তবে রনির স্বপ্ন একদিন বাংলাদেশ দলে খেলবেন, দেশকে ম্যাচ জেতাবেন। বললেন, ‘সবার মতো আমার স্বপ্ন জাতীয় দলে খেলা। একবার সুযোগ পেলে অনেক দিন খেলতে চাই। দেশকে ম্যাচ জেতাতে চাই। এ কারণে পারফরম্যান্স তো বটেই, ফিটনেসও ঠিক রাখতে হবে। ফিটনেস না থাকলে কিছুই করা সম্ভব নয়।’

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির