‘মাশরাফি শতভাগ ফিট নন’

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত মাসের শুরুতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। এক সপ্তাহের চিকিৎসা আর বেশ কয়েক দিনের বিশ্রাম শেষে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। তবে দেশসেরা পেসার এখনো সম্পূর্ণ সুস্থ হননি বলে জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
বৃহস্পতিবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন মাশরাফি। অনেকদিন ধরে খেলার বাইরে থাকা বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো ফিট কি না, তা জানার জন্যই হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এমন সিদ্ধান্ত।
হাথুরুসিংহে নিজেও অধিনায়কের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে উন্মুখ। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সে দ্রুত সেরে উঠছে ঠিকই, তবে এখনো শতভাগ ফিট নয়। প্রস্তুতি ম্যাচে দেখেই তার প্রকৃত অবস্থা বোঝা যাবে। আমার অবশ্য দৃঢ় বিশ্বাস, জিম্বাবুয়ে সিরিজে সে খেলতে পারবে।’
এই সিরিজে বাংলাদেশ দলে নতুন মুখ পেসার কামরুল ইসলাম রাব্বি। বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের মতো অভিষেকে তিনি জ্বলে উঠতে পারবে কি না— এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ বলেন, ‘আসলে মুস্তাফিজের সঙ্গে অন্য কারো তুলনা করা ঠিক হবে না। আমার মতে সে ইউনিক বোলার। তবে রাব্বিও যথেষ্ট ভালো বোলার। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেই সে দলে এসেছে। আশা করছি সুযোগ পেলে সে নিজেকে প্রমাণ করতে পারবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন