রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মাশরাফি-সাকিবদের প্রস্তুতি ম্যাচে নতুন বোলারটা কে?

একটু ধাঁধায় পড়ে যেতে হলো পরশু। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের তৃতীয় প্রস্তুতি ম্যাচে মুশফিক-সৌম্যকে বোলিং করছেন হালকা গড়নের এক পেসার। বোলারটা কে? চটজলটি উত্তর পাওয়া গেল না।

পরে স্কোরকার্ড দেখে জানা গেল বোলারের নাম হোসেন আলী। নামটা একদমই অচেনা। সেটা হওয়াই স্বাভাবিক। বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল, প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ কিংবা বিসিএল দূরে থাক, প্রথম বিভাগ ক্রিকেটই খেলা হয়নি তাঁর। জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে এমন অচেনা কাউকে দেখলে কৌতূহল তো জাগবেই। তাঁর অভিজ্ঞতা বলতে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলা। নরসিংদীর হয়ে সেখানে সুযোগ পেয়েছেন ২ ম্যাচ। এর মধ্যে একটিতে আছে হ্যাটট্রিক।

একটি ক্যাম্প হওয়ার কথা ছিল জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো করা খেলোয়াড়দের নিয়ে। ক্যাম্পের জন্য খেলোয়াড় বাছাইয়ের দায়িত্ব থাকা আমির বাবু হোসেনের কথা বলেছিলেন হাবিবুল বাশারকে। নেট বোলার হিসেবে কদিন আগে বিসিবির এই নির্বাচক তাঁকে সুযোগ দেন জাতীয় দলের অনুশীলনে। নেটে হোসেনের বোলিং দেখে ভালো লাগে চন্ডিকা হাথুরুসিংহের। বাংলাদেশ কোচই তাঁকে সুযোগ করে দেন প্রস্তুতি ম্যাচ খেলার।

অবশ্য ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি হোসেন। ৩ ওভারে ২৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে আকস্মিক খেলার সুযোগ পেয়েই কি না বেশ স্নায়ুচাপে ভুগেছেন। তিনটি ‘নো’ হয়েছে নাকি এই কারণেই? তবে মাশরাফি-সাকিবদের সঙ্গে খেলতে পেরে রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে ১৮ বছর বয়সী এই পেসারকে, ‘ভীষণ নার্ভাস ছিলাম। রানআপ মেলাতে পারছিলাম না। পরে অবশ্য ঠিক হয়ে গেছে। তবে তাদের (জাতীয় দল) সঙ্গে খেলতে পারে ভীষণ ভালো লাগছে।’

হাবিবুলও জানালেন, স্নায়ুচাপের কারণে স্বাভাবিক বোলিংটা করতে পারেনি হোসেন, ‘সে বুঝেছে এই পর্যায়ে বোলিং করা কতটা কঠিন। জাতীয় চ্যাম্পিয়নশিপে ভালো বোলিং করেছে শুনে আমরা একটু সুযোগ দিয়েছি তাকে।’ বাংলাদেশ দলের ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও সহকারী কোচ রিচার্ড হ্যালসল নাকি বেশ প্রশংসা করেছেন তাঁকে। এই ম্যাচ খেলার জন্য পেয়েছিলেন জাতীয় দলের অনুশীলন জার্সি। এটি সযত্নে তুলে রাখতে চান হোসেন, ‘এটা আমার অনেক বড় পাওয়া। আবার কবে এমন সুযোগ আসবে কে জানে!’

হোসেনের গল্পটা যেন লটারি জিতে হঠাৎ একদিন পাঁচতারকা হোটেলে ডিনার করার মতো। কিংবা রূপকথার সেই এক দিনের রাজা! তবে এখানে তাঁর প্রাপ্তি কম নয়। ম্যাচের পর টিম মিটিংয়ে ছিলেন। জাতীয় দলের ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন, নিশ্চয়ই সমৃদ্ধ হয়েছে তাঁর অভিজ্ঞতার ভান্ডার। সেই সঙ্গে বেড়েছে স্বপ্নের পরিধি। কে জানে একদিন সত্যিকারের জাতীয় দলের দুয়ার তাঁর জন্য খুলবে কি না!

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি