মাস্টার বাহিনীর সদস্যরা কারাগারে
বাগেরহাট: দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করা সুন্দরবনের মাষ্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাষ্টারসহ দশ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১ জুন) বিকেলে বাগেরহাটের জেষ্ঠ্য বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে দস্যুদের হাজির করা হয়। আদালতের বিচারক শুনানী শেষে তাদের কারাগারে প্রেরণ করেন।
এর আগে র্যাব-৮ এর উপ সহকারী পরিচালক (ডিএডি) মো. হাবিবুর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মংলা থানায় অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, র্যাব আত্মসমর্পণ করা দস্যুদের নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুঁটিয়া ও কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে বনে তাদের লুকিয়ে রাখা ৫২টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের প্রায় পাঁচ হাজার গুলি উদ্ধার করে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করে। বুধবার বিকেলে দস্যুদের বিচারিক হাকিমের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৩১ মে বিকেলে বাগেরহাটের মংলার বিএফডিসি জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে মাষ্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখসহ তার নয় সহযোগী দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে আত্মসমর্পণ করে। এসময় মন্ত্রী তাদের আইনি সহায়তা দেয়ার আশ্বাস দেন।
এর আগে গত ২৯ মে সকালে মাষ্টার বাহিনীর প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাষ্টার ও তার নয় সহযোগী ৫২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও প্রায় পাঁচ হাজার রাউন্ড গুলিসহ র্যাবের কাছে আত্মসমর্পণ করে। পরে ওই দস্যুদের নিয়ে র্যাব সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন