মাহফুজ আনাম ভুল করেননি : হানিফ
তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা সংবাদ ছাপিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুক আনাম কোনো ভুল করেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে হানিফ এ মন্তব্য করেন। তবে তিনি বলেন, চাপ দিয়ে সংবাদ ছাপানোয় মাহফুজ আনাম আইনের আশ্রয় নিতে পারতেন।
হানিফ বলেন, ‘মাহফুজ আনাম সাহেব এই খবর ছাপিয়ে, উনি আজকে ভুল স্বীকার করেছেন। আমরা বলছি যে, এটা কোনো ভুল নয়, এটা একটা ষড়যন্ত্রের অংশ। উনি শুধু মিডিয়াতে ভুল স্বীকার করে উনার দায়মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। উনি যদি মনে করেন, তাঁকে দিয়ে অন্যায় কাজটা করানো হয়েছিল সেসময়, তাহলে উনি নিজেই তো মামলা করতে পারেন তার বিরুদ্ধে। উনি কেন আইনের আশ্রয় নেননি? উনি তো নিজেই আইনের আশ্রয় নিতে পারেন, যারা তাঁকে চাপ দিয়েছিল। সে দায়িত্ব তাঁর, সেই দায়িত্ব তো অন্য কারো হতে পারে না।’
প্রথম দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ৭৩৯টির মধ্যে দল মনোনীত ৫০৩টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে জানানো হয়, বাকি ২৩৬টি ইউপির দল মনোনীত প্রার্থীদের তালিকা শুক্রবারের মধ্যে চূড়ান্ত করা হবে।
এ সময় হানিফ বলেন, তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে ইউপি নিবার্চনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। হত্যা মামলার আসামি, জঙ্গি কিংবা কোনো অনুপ্রবেশকারীদের প্রার্থী হিসেবে আওয়ামী লীগ মনোনয়ন দেয়নি বলেও দাবি করেন তিনি।
গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন নিউজ’-এর একটি টক শোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তাঁর ভুল স্বীকার করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন