মাহমুদউল্লার প্রেরণায় ২০১৫ সাল
অনেক অর্জন আর সাফল্যে গত বছর স্বপ্নের মতো কেটেছে জাতীয় ক্রিকেট দলের। ২০১৫ সালে ১৮টি ওয়ানডে খেলে ১৩টিতে জিতেছে মাশরাফির দল। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার পর ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টানা তিনটি সিরিজে হারিয়ে বাংলাদেশ নিজেদের নিয়ে গেছে অন্য উচ্চতায়। ২০১৫ সালের সাফল্যের ধারাবাহিকতা ২০১৬ সালে ধরে রাখতে উন্মুখ মাহমুদউল্লাহ। বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার গত বছর থেকেই নতুন বছরে ভালো করার অনুপ্রেরণা খুঁজতে আগ্রহী।
বিপিএল শেষে দুই সপ্তাহের বিশ্রামের পর রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। প্রাথমিক দলে থাকা ২৭ ক্রিকেটারের মধ্যে ২৪ জন যোগ দিয়েছেন প্রথম দিনের অনুশীলনে। সাকিব আল হাসান এখন যুক্তরাষ্ট্রে। আর তামিম ইকবাল ও ইমরুল কায়েস পারিবারিক কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি। সেটা তাঁরা বিসিবিকে অবহিতও করেছেন।
বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে থাকায় প্রথম দিনের ক্যাম্পে খেলোয়াড়রা রিপোর্ট করেছেন ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে।
এ মাসেই ঘরের মাঠে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাগতিকরা টেস্ট নাকি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিসিবি এখনো সেই সিদ্ধান্ত নেয়নি। তবে সামনে দুটো গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি টুর্নামেন্ট থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ২০ ওভারের ম্যাচ খেলার সম্ভাবনাই বেশি। ফেব্রুয়ারি-মার্চে এশিয়া কাপ এবং মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ।
ওয়ানডেতে দুর্দান্ত সাফল্য পেলেও টি-টোয়েন্টিতে এখনো বেশ নিষ্প্রভ বাংলাদেশ। এমনকি গত নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিততে পারেনি মাশরাফির দল। সিরিজটা শেষ হয়েছিল ১-১ সমতায়। তবে সেই হতাশা ভুলে উজ্জ্বল ভবিষ্যতের দিকে তাকিয়ে মাহমুদউল্লাহ। প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘গত একটি বছর আমরা যেমন ইতিবাচক ক্রিকেট খেলেছি আশা করি সেই ধারাবাহিকতা নতুন বছরেও ধরে রাখতে পারব। আমি মনে করি গত বছরটা আমাদের জন্য প্রেরণা হিসেবে কাজ করতে পারে।’
বছরের প্রথমার্ধে ভালো খেলার ব্যাপারে আশাবাদী মাহমুদউল্লাহ, ‘আমাদের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করা। তার আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ আর এশিয়া কাপে খেলব আমরা। এই দুটি আসরে ভালো করতে পারলে বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাসও ভালো জায়গায় থাকবে।’
শুধু দল নয়, নিজের পারফরম্যান্স নিয়েও আশাবাদী এই নির্ভরযোগ্য ডানহাতি ব্যাটসম্যান, ‘বিপিএলে ভালো করায় আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে। আমার বিশ্বাস, সবকিছু ঠিকভাবে হলে এই তিন আসরে আমি ভালো করতে পারব। মনে হয় না টি-টোয়েন্টিতে আমি অতটা খারাপ খেলোয়াড়!’
বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করার কৃতিত্ব মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ায় একটি নয়, টানা দুই ম্যাচে তিন অঙ্ক ছোঁয়ার আনন্দে মেতে উঠেছিলেন তিনি। এ বছর আরো ভালো করার প্রত্যাশা তাঁর, ‘এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। আমাকে আরো পরিশ্রম করতে হবে, আরো ভালো করতে হবে। গত বছরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব আমার নিজেরই।’
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন