মাহমুদউল্লাহর চমৎকার ব্যাটে প্লে অফে খুলনা টাইটান্স
ক্যাপ্টেন্স নক একেই বলে। বাঁচা-মরার ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠে খুলনা টাইটান্সকে বিপিএলের প্লে অফ বা শেষ চারে তুলে নিলেন অধিনায়ক।
মাত্র ২৮ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ঠিক ৫০ রান করেছেন মাহমুদ উল্লাহ। ফিরেছেন দলকে জয়ের দরজায় রেখেই। তার আগে দুটি মূল্যবান জুটিও গড়েছেন। তার বীরত্বেই ঢাকা ডায়নামাইটসের ছুড়ে দেওয়া ১৫৯ রানের চ্যালেঞ্জ জয় করে ৬ উইকেটে জিতেছে খুলনা। হয়েছে প্লে অফের দ্বিতীয় অবস্থান পাওয়া দল। ঢাকার পরই। তাতে ফাইনালে উঠতে দুটি ম্যাচ খেলার সুযোগ থাকবে তাদের।
অথচ রবিবারের এই ম্যাচ হারলেই খুলনা বাদ হয়ে যেত। রংপুর রাইডার্স উঠে যেত প্লে অফে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে তা হতে দেননি মাহমুদ উল্লাহ। ফলে বিপিএল থেকে বাদ পড়ে গেছে রংপুর। শেষ চারের দল যথাক্রমে ঢাকা, খুলনা, চিটাগং ও রাজশাহী।
মাহমুদ উল্লাহর দাপুটে ব্যাটিংয়ের আগে আসে ওপেনার হাসানুজ্জামানের নাম। মিরপুরে ঢাকা আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৮ রান করে। খুলনার জন্য একটু বেশি রান। এই আসরে এত রান তাড়া করে তেমন জেতেনি তারা। কিন্তু অস্তিত্বের লড়াইয়ের ম্যাচে জানই লড়িয়ে দিল তারা। ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান করে প্লে অফে যাওয়ার উৎসবে মাতে তারা।
হাসানুজ্জামান ১৯ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪০ রান দিয়ে গেছেন। চমৎকার শুরু পায় খুলনা। হাসান ও আব্দুল মজিদ (৩৬ বলে ২১) ৫৬ রানের দ্বিতীয় উইকেট জুটি গড়েন। এরপর মাহমুদ উল্লাহ প্রথমে তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন মজিদের সাথে। ১০ ওভারে ২ উইকেটে ৭৩ রান ছিল খুলনার। মাহমুদ উল্লাহ ও বেনি হাওয়েল ২২ বলে ৪৪ রানের ঝড়ো জুটি গড়েন চতুর্থ উইকেটে। ১৮তম ওভারের প্রথম বলে মাহমুদ উল্লাহ আউট। কিন্তু তখন আর জিততে ৮ রান দরকার খুলনার। হাতে ১৭ বল। ওই ওভারেই এসেছে জয়। ঢাকাকে এই বিপিএলের প্রথম দেখাতেও হারিয়েছিল খুলনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন