‘মাহমুদউল্লাহ রিয়াদকে তিন নম্বরে খেলানো হবে না’

বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদকে তিন নম্বরে খেলানো নিয়ে অনেকদিন থেকেই বিতর্ক চলছে।
তিন নম্বরে ইমরুল কায়েস না থাকায় সাব্বির রহমান খেলে থাকেন। তবে সেখানে রীতিমতো ব্যর্থ এ মারকুটে ব্যাটসম্যান।
এই জায়গাটিতে বেশ কয়েকবার মুশফিকুর রহিমকে দিয়েও খেলানো হয়েছে। তবে ফলাফল আসেনি।
তিন নম্বর পজিশনটি এমন একটি পজিশন যেখানে টেকনিক্যালি সলিড একজন ব্যাটসম্যানকে খেলানো দরকার।
আর এই পজিশনে একমাত্র যোগ্য ব্যাটসম্যান মনে করা হয় মাহমুদউল্লাহ রিয়াদকে।
গত বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করেন রিয়াদ। সেখানে তিন নম্বরে নেমেছিলেন সৌম্য সরকার। তবে ওপেনিংয়ে নেমে দুই ম্যাচেই শুরুতেই আউট হন ইমরুল কায়েস। রিয়াদ খেলেছেন চার নম্বর পজিশনে।
তবে যেহেতু ওপেনার দ্রুতই আউট হয়ে গেছেন তাই রিয়াদের পজিশনটাকে তিন নম্বরই ধরা যায়। সর্বশেষ গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চারজন ব্যাটসম্যান দ্রুতই আউট হয়ে যান।
দলের বিপর্যয়ে হাল ধরে রিয়াদ তুলে নেন সেঞ্চুরি। দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। এ অবস্থায় আবারও রিয়াদকে তিন নম্বরে খেলানোর দাবি উঠেছে।
তবে সেই দাবি নাকচ করে দিয়েছেন টাইগারদের ব্যাটিং কোচ থিলান সামারাভিরা। বাংলাদেশের টিম ম্যানেজম্যান্টের এমন কোনো পরিকল্পনাই নেই।
সামারাভিরা বলেন, মূলত ২০১৯ সালের বিশ্বকাপের কথা চিন্তা করেই রিযাদকে ৬ নম্বরে খেলানো হচ্ছে। সে ওই পজিশনে ভালো করছে। তাই তিন নম্বরে রিয়াদকে খেলানোর কোনো পরিকল্পনা নেই।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন