মাহমুদুর রহমানকে আটকে রাখা ন্যক্কারজনক

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটকে রাখা এ দেশের ‘বিচারিক ইতিহাসে ন্যক্কারজনক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন রিজভী। এ সময় তিনি মাহমুদুর রহমানের মুক্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেন।
রিজভী বলেন, ‘সব মামলায় জামিন হওয়ার পরও সরকার একটি মানহানির মামলায় পিডব্লিউ বা প্রোডাকশন ওয়ারেন্ট প্রত্যাহার না করার অজুহাত দেখিয়ে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে আটকে রেখেছে। দুই সপ্তাহ ধরে আটকে রাখার পর গতকাল পিডব্লিউ প্রত্যাহার করা হয়েছে, আজ যখন মাহমুদুর রহমানের মুক্তি পাওয়ার কথা, ঠিক সেই মুহূর্তে মাহমুদুর রহমানকে আরেকটি মামলায় অভিযুক্ত দেখিয়ে আটকে রাখা হলো।’
‘মাহমুদুর রহমানের ওপর সরকারের দেওয়া মামলা-কারা নির্যাতন, নিপীড়ন বন্ধ করে তাঁকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।’
বিএনপির এ যুগ্ম মহাসচিব দাবি করেন, ‘মাহমুদুর রহমানের পিডব্লিউ নিয়ে সিএমএম যেভাবে ভূমিকা পালন করলেন, তা ন্যায়বিচারের চরম পরিপন্থী। একজন মানুষকে কারাগারে বন্দি রেখে কষ্ট দিতে সরকারের ক্রোধ পরিতৃপ্ত করার সহযোগী হিসেবেই সিএমএম দায়িত্ব পালন করলেন। সিএমএম দুই সপ্তাহ ধরে মাহমুদুর রহমানের পিডব্লিউ প্রত্যাহার করতে অপেক্ষা করেছেন সরকারকে সুযোগ দেওয়ার জন্য, যাতে সরকার পুরোনো একটি মিথ্যা মামলা যে মামলায় মাহমুদুর রহমানের নাম-গন্ধ ছিল না, সেই মামলায় জড়িয়ে তাঁকে দীর্ঘদিন আটকে রাখা যায়। এটি এ দেশের বিচারিক ইতিহাসে এক ন্যক্কারজনক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন