মাহমুদুর রহমানের মুক্তিতে বাধা নেই
প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টা ও হত্যার ষড়যন্ত্র মামলায় জামিন পেয়েছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। জামিন প্রশ্নে পূর্বে জারি করা রুল বুধবার (৭ সেপ্টেম্বর) নিষ্পত্তি করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।
আদালতে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজউদ্দিন ফকির।
মাহমুদুর রহমানের একজন আইনজীবী সাংবাদিকদের জানান, এ মামলায় জামিন পাওয়ায় মাহমুদুর রহমান তার বিরুদ্ধে থাকা সবক’টি মামলায় জামিন পেলেন। তাই এখন তার মুক্তিতে কোনো বাধা নাই।
মাহমুদুর রহমানের নামে এ মামলাসহ অন্তত ৭০টি মামলা রয়েছে। অন্যসব মামলায় আগেই জামিন পেয়েছেন তিনি।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক, যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় আসামিরা একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন।
এ ঘটনায় ২০১৫ সালের ৩ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় গত ১৮ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। ২৫ এপ্রিল তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়।
এই মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় পরে হাইকোর্টে আবেদন করেন মাহমুদুর রহমান। হাইকোর্ট তার জামিন প্রশ্নে এর আগে রুল জারি করেছিলেন। ওই রুল যথাযথ ঘোষণা করে বুধবার জামিন মঞ্জুর করেন আদালত।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন