মাহমুদ উল্লাহ কেন ৭ নম্বরে? প্রশ্ন সাকলাইন মুশতাকের!

ক্রিকটের তিন ফরম্যাটেই বাংলাদেশের অন্যতম ভরসার প্রতীক মাহমুদ উল্লাহ রিয়াদ। সম্প্রতি ফর্ম নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনার মধ্যে আছেন।
দলে তার অবস্থান এমন যে, সুযোগ পেলেও কিছু করে দেখানোর সময় পাননা। কারণ ব্যাটিং অর্ডারে তাকে নামতে হয় ৭ নম্বরে। আর বোলিংয়ের সুযোগ না পেয়ে নিজের অলরাউন্ডার তকমাটা সম্ভবত ভুলেই গেছেন রিয়াদ। যে প্রশ্নটি বাংলাদেশের অসংখ্য ক্রিকেটপ্রেমীর মনে; সেটা এবার উঠে এল পাকিস্তানি স্পিন কিংবদন্তি সাকলাইনন মুশতাকের কথায়।
সাবেক অফস্পিনার সাকলাইনন মুশতাক বেশ কিছুদিন বাংলাদেশের স্পিন কোচ ছিলেন। যে কারণে তিনি মাহমুদ উল্লাহকে খুব ভালো করেই জানেন। পাকিস্তানের একটি চ্যানেলে টক শোতে গিয়ে সাকলাইনন বলেছেন, “আমি ভেবেই পাই না মাহমুদ উল্লাহর মত একজন ক্রিকেটারকে কেন ৭ নম্বরে খেলানো হয়? ওকে কমসে কম ৩ নম্বর পজিশনে ইমরুলের জায়গায় উঠিয়ে আনা উচিত। এই পজিশনে তাকে থিতু করা গেলে সে বাংলাদেশের ক্রিকেটের অবিসংবাদিত নায়ক হবে। ”
এই ঘূর্ণি জাদুকর আরও বলেছেন, “মাহমুদ উল্লাহকে যদি দলে কোনো ভূমিকা রাখার সুযোগ না দেওয়া হয় তবে তার প্রয়োজনটা কী? ৩ নম্বর পজিশনে ওর সেঞ্চুরি আছে। তারপরও ইমরুল কিংবা সাব্বিরের ব্যর্থতার পরও কেন মাহমুদউল্লাহকে ৩ নম্বরে উঠিয়ে আনা হচ্ছে না আমি বুঝতে পারছি না। ওকে আরও ভালো করে দলের প্রয়োজনে ব্যবহার করতে পারত বাংলাদেশ। ওর বোলিংটাও দারুণ হয়। আমার রিয়াদকে নিয়ে ভাবা উচিত। ”
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন