মাহির বেডরুমে জাজের আজিজ!
বছরজুড়ে আলোচনায় আছে জাজ মাল্টিমিডিয়া ও নায়িকা মাহিয়া মাহির টানাপোড়েন। ‘অগ্নি ২’ সিনেমার পর প্রযোজনা সংস্থাটি ঘোষণা দিয়েই আলোচিত এ অভিনেত্রীকে সিনেমা থেকে বাদ দেয়। এর পরও নানা সময় শোনা যায় জাজে ফিরছেন মাহি। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। এবার ফেসবুকে মাহির সঙ্গে তোলা নিজের ছবি শেয়ার করে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ লিখেছেন, ‘আমরা আমরাই’।
‘অগ্নি ২’র প্রচারণার পর জনসম্মুখে জাজ সংশ্লিষ্ট কারো সঙ্গে মাহিকে দেখা যায়নি। এমনকি মাহি অভিনীত ‘অনেক দামে কেনা’ সিনেমাটির সামান্য কিছু অংশের শুটিং আটকে আছে অনেকদিন ধরে। মূলত প্রতিষ্ঠানটির অনাগ্রহের কারণে সিনেমাটি শেষ হচ্ছে না। আবার এ সময়ের মধ্যে মাহিকে নিয়ে জাজ সংশ্লিষ্টদের কাছে পরস্পরবিরোধী মন্তব্য পাওয়া গেছে।
সম্প্রতি মাহি চালু করেছেন অনলাইন শপ ‘স্করপিয়ন হাট’। অর্ডার দিয়ে নানান ধরনের হ্যান্ডিক্রাফট কেনা যায় সেখান থেকে। চালু হওয়ার পরপরই দুটি ল্যাম্পশেডের অর্ডার দেন আব্দুল আজিজ। ল্যাম্পশেডের সঙ্গে নিজের ছবি তুলে পাঠান মাহির ইনবক্সে তিনি। পরে ‘ভালোবাসার রং’ তারকা তাকে ধন্যবাদ জানিয়ে ছবিটি ফেসবুকে পোস্ট করেন।
এর কয়েকদিন পরই আব্দুল আজিজ চমকে দিলেন সবাইকে। মাহির সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন ফেসবুকে। শনিবার (২৪ অক্টোবর) রাত ১১টার দিকে পোস্ট করা ওই ছবির ক্যাপশন ‘আমরা আমরাই’। এর পর পরই ছবি দুটিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। ছবি দুটি সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপেও শেয়ার হতে থাকে। অনেকেই বিরোধ মীমাংসায় ইতিবাচক মন্তব্য করছেন। এবার দেখার বিষয় জাজের নতুন সিনেমায় আলোচিত এ নায়িকাকে দেখা যায় কি-না!
মাহি বর্তমানে ব্যস্ত আছেন মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ চলচ্চিত্রের শুটিংয়ে। হাতে আছে দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ও মালেক আফসারীর নাম ঠিক না হওয়া একটি চলচ্চিত্র।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন