মাহির রাজকীয় প্রত্যাবর্তন

বিয়ের পর ঢাকাই চলচ্চিত্রের অনেক নায়িকাই রূপালি পর্দা থেকে অঘোষিত ছুটি নিয়েছেন। পর্দা ও সবরকম আলোচনা থেকে আড়ালে চলে যাওয়া সেসব জনপ্রিয় নায়িকাদের তালিকা বেশ দীর্ঘ। তবে এ ভাবনায় বিয়ের পর মাহিয়া মাহির ফিরে আসা রাজকীয় বলা চলে।
বর্তমানে ঢাকাই ছবির নায়িকাদের ক্যারিয়ার ঘাঁটলে দেখা যায় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হালের মাহিয়া মাহি। তাকে ঘিরে প্রযোজকরা অর্থ লগ্নি করার সাহস পান। সেই নায়িকা হুট করেই চলতি বছরের ২৫ মে বিয়ে করে বসেন। সবাই ভাবছিলেন শাবনূর, পূর্ণিমা, রেসিদের পথ ধরে এবার বুঝি মাহিও ‘সাবেক নায়িকা’ হতে চললেন!
কিন্তু সেই ভাবনাকে মিথ্যে করে দিয়ে দারুণভাবে ফিরে আসলেন মাহিয়া মাহি। ক্রিকেটীয় ভাষায় বলা যায় এ মাহির ‘ফ্যান্টাবুলাস কামব্যাক’। বিয়ে-হানিমুন আর সংসারের ঝামেলা চুকিয়ে বর্তমানে পুরোদমে তিনি চলচ্চিত্রে মনোযোগী। অসংখ্য ছবির প্রস্তাব আসছেই। চরিত্র আর গল্প দেখে বিবেচনায় নিচ্ছেন। এই মুহূর্তে তার হাতে রয়েছে ৮টি ছবি।
মাহি অভিনীত ছবিগুলোর মধ্যে ঢাকা অ্যাটাক, হারজিতের শুটিং শুরু হয়েছে। আর নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন নক্ষত্রের রাত, ইফতেখার, ঘুম, প্রেমের বাঁধন, পবিত্র ভালোবাসা, পলকে পলকে তোমাকে চাই ছবিগুলোতে। মাহি জানালেন, এ ছবিগুলোর কাজও শিগগিরই শুরু হবে।
মাহি বলেন, ঢাকা অ্যাটাক ছবিটির কাজ একেবারেই শেষের দিকে। হারজিৎ ছবিরও প্রথম লটের শুটিং শেষ করেছি। নতুন করে ভাবছি মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘নক্ষত্রের রাত’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইফতেখার’ ছবিগুলো নিয়ে।
বর্তমানে পারিবারিক সফরে কলকাতা গেছেন মাহি। মাহি বলেন, প্রত্যেকটা ছবির গল্প-চরিত্রে একেবারেই আলাদা বলেই কাজ করতে রাজি হয়েছি। আমার মনে হয়েছে এসব ছবি থেকে দর্শকরা নতুন কিছু পাবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন