মাহিয়া মাহির সকল সিনেমাই দাগ কাটবে দর্শকদের মনে !
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে এ অভিনেত্রীর। তারপর থেকেই আলোচিত মাহি।
ভালোবাসার রং, অগ্নি, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়নাসহ প্রযোজনা প্রতিষ্ঠান জাজের বেশ কিছু ব্যবসা সফল সিনেমায় কাজ করেছেন মাহি। এ ছাড়া যৌথ প্রযোজনার দুটি সিনেমায় তিনি অভিনয় করে ওপার বাংলাতেও পরিচিতি পেয়েছেন।
২০১৫ সালে সর্বশেষ অগ্নি-টু সিনেমাটি মুক্তি পায়। মুক্তির অপেক্ষায় থাকা কৃষ্ণপক্ষ সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। ২০১৫ সালের শেষ দিনেও জাকজমকভাবে ঢাকা অ্যাটাক শিরোনামের মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। এ সিনেমাটি নিয়েও মাহি বেশ আশাবাদী।
নতুন বছরের পরিকল্পনা নিয়ে মাহিয়া মাহি আমাদের কণ্ঠস্বরকে বলেন, ‘আমি চলচ্চিত্রে কাজ করছি, তাই ২০১৬ সালেও সিনেমা নিয়ে থাকতে চাই। একটা হোক আর দশটা হোক, যতগুলো সিনেমায় কাজ করি না কেন সবগুলো সিনেমাই যেন দর্শক মনে দাগ কাটে। দর্শকদের কাছে যেন উল্লেখ্যযোগ্য একটা সিনেমা হয়। ঢাকা অ্যাটাক শিরোনামের ভালো একটা সিনেমার মাধ্যমে বছর শুরু করেছি। আপাতত এ সিনেমার বাইরে অন্য কোনো সিনেমা নিয়ে ভাবছি না।’
২০১৬ সালে জাজের কোনো সিনেমায় কাজ করবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাজ ২০১৫ সালের বিষয়। ২০১৫ সালের কোনো বিষয় নিয়ে ২০১৬ সালে কথা বলতে চাচ্ছি না। জাজে ফিরলে সবাই জানবেন। ফেরার আগে কোনো কথা বলব না।’
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন