মাহি-সোহমের ময়নার শুটিং শুরু হচ্ছে ভারতের রামুজিতে

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে নির্মাণ করা হচ্ছে আলোচিত ছবি ‘ময়না’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।
৭ মার্চ ছবির শুটিং শুরু করার কথা জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। ছবির শুটিংয়ের জন্য এতে মাহির বিপরীতে অভিনয় করবেন কলকাতার সোহম।
এ প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘৭ মার্চ থেকে রামুজিতে ময়নার শুটিং করার পরিকল্পনা রয়েছে। শুটিং শুরুর একদিন পর যোগ দেবেন মাহি। চলতি মাসের পুরোটা সময় ওখানে শুটিং করব।’
সামাজিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এর গল্পে দেখা যাবে একজন লেখক ‘ময়না’ নামে একটি উপন্যাস লেখেন। যা তার জীবনের গল্পকে উপজীব্য করে। পরে এটি নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।
ছবি প্রসঙ্গে মাহি বলেন, ‘বর্তমানে বেশ কয়েকটি গ্রামীণ পটভূমিতে নির্মিত ছবিতে অভিনয় করছি। তবে এ ছবিতে একজন আধুনিক মেয়ের চরিত্রে অভিনয় করব। আমাকে ঘিরেই ছবির গল্প। আশা করি, দারুণ কিছু হবে।’
উল্লেখ্য, বর্তমানে বেশ কয়েকটি ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন মাহি। এর মধ্যে ‘জান্নাত’ এবং ‘গোলাপতলীর কাজল’ উল্লেখ্যযোগ। পাশাপাশি ‘ঢাকা অ্যাটাক’ ছবির কাজও শেষ করেছেন তিনি; যা এখন মুক্তির অপেক্ষায় রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন