মায়ানমারের কারাগারে নয় জেলে : দেশে ফেরত আনতে সরকারের সাহায্য কামনা

পটুয়াখালীর কুয়াকাটার ১০ জেলের ৩৯ দিন নিখোঁজ থাকার পর মায়ানমারে সন্ধান মিললেও এখনো তারা ফিরে আসতে পারেনি বাড়ীতে। আইনী বেড়াজালে জড়িয়ে ১৫ ফেব্রুয়ারী থেকে এসব জেলেরা রয়েছে সেখানাকার কারাগারে।
আর মুক্তির বিষয়টি সহজতর হচ্ছেনা জানতে পেরে উৎকন্ঠিত জেলেদের পরিবারে চলছে কান্নার রোল। পরিবারের একমাত্র উপার্যনক্ষম ব্যাক্তি না থাকায় অনেক পরিবার বর্তমানে অভুক্ত দিন পার করছে। এদিকে মায়ানমারের কারাগারে বন্দী জেলেরা মুঠোফোনে তাদের পরিবারকে জানায়, সে দেশের খাবার না খেতে পেরে সবাই পুষ্টিহীনতায় ভুগছে।
নিখোঁজ জেলেদের পরিবার সূত্রে জানায়, ১৩ জানুয়ারী কুয়াকাটার মৎস্য বন্দর আলীপুর ঘাট থেকে মাছ শিকারের উদ্দেশ্যে এফবি ফয়সাল ট্রলার নিয়ে গভীর সাগরে নিখোঁজ ছিল কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে মাইটভাঙ্গা গ্রামের ট্রলার মাঝি আলী হোসেন গাজী (৩৫), একই এলাকার জেলে কবির হাওলাদার (৩২), সোবাহান ঘরামী (৪৫), আলমগীর মাতুব্বর (৩৫), নজরুল গাজী (৩২), হাচান হাওলাদার (১৭) এবং মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামের রুবেল (২৫), জাহিদুল (১৮), কাওছার মুসুল্লী (২৬) ও শামীম (১৬)। নিখোঁজ জেলেদের সন্ধানে ১ ফেব্রুয়ারি থেকে দুদিন এফবি ফেরদৌস ও এফবি খাদিজা নামে দুটি মাছধরা ট্রলার সমুদ্র ঘুরে কোন তথ্য ছাড়াই ফিরে আসে। এ নিয়ে নিখোঁজ জেলে পরিবারের পক্ষ থেকে মহিপুর থানায় ৪ ফেব্রুয়ারী একটি সাধারন ডায়রী করা হয়েছে। ডায়েরী নম্বর-১২৯।
মায়নমারের রাখাইন প্রদেশের হেড অব বাংলাদেশ কনস্যুলেট (অকিয়াব) শাহ আলম খোকনের ফোন পেয়ে পরিবারের সদস্যরা জানতে পারে জেলেদের আটকের তথ্য। তিনি পত্রিকা মারফত জানতে পেরেছেন, ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে এসব জেলেরা মিয়ামারে উপস্থিত হয়। মিয়ানমারের রাখাইন প্রদেশের গোয়া শহরের ১৮ মাইল উত্তরের জি গোনি গ্রামের থেকে দুই নটিক্যাল মাইল দুরে সাগর থেকে ১৫ ফেব্রুয়ারী এসব জেলেদের উদ্ধার করে গোয়া টাউনশিপ পুলিশ।
পটুয়াখালীর মহিপুর থানার সদর ইউনিয়নের সেরাজপুর গ্রামের শাহ আলমের ছেলে কাওসারের মৃতদেহ উদ্বার করে মিয়ানমার পুলিশ। তিনি জেলেদের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু মায়ানমার সরকারের অনুমতি না মেলায় পারেননি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ডিএমপি: ৫ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহানবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

সিলেটের জঙ্গি নেতা আব্দুল বারি ও শামসু জামিনে মুক্ত
নিজস্ব সংবাদদাতা: শীর্ষস্থানীয় জঙ্গিবাদী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এরবিস্তারিত পড়ুন