মায়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে মুফতি মাওলানা আল-আমিন সাহেবের নেতৃত্বে উত্তাল আশুিলিয়ার তৌহিদি জনতা

শিফাত মাহমুদ ফাহিম, আশুলিয়া প্রতিনিধিঃ
মিয়ানমারে ইতিহাসে জঘন্যতম গণহত্যা,বর্বও নির্যাতন ও জাতিগত নিধনের প্রতিবাদে, গতকাল বাদ জু,মা ঢাকার আশুলিয়া থানার ই,পি জেড এলাকা সহ থানা প্রাঙ্গন প্রতিবাদে ছিল উত্তাল ।
গর্জে উঠেচিল নব্য নারী হ্টিালার সূচির সরকারী জান্ডা অহিংস পরম দর্ম ¯েøাগানের আড়ালে লুকিয়ে থাকা বৌদ্বদের সস্ত্রাসী মানবতা বিধ্বংসী বর্বর অপকর্মের বিরুদ্বে মুক্তি, শাস্তি, মানবতাবাদী ও ইসলামী জনতাবিক্ষেভ ও মিছিল চলাকালে গণবিধারী শ্লোগান-শ্লোগনে ভারি হয়ে উঠে ছিল । এলাকার আকাশ-বাতাস।
মিছিলে মিছিলে ছয়লাব হয়ে উঠেছিল আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়ানের মসজিদ প্রঙ্গন গুলো, শ্রীপুর বাস স্ট্যান্ড, ই,পি,জেড এলাকা, থানাচত্বর ও প্রেস ক্লাব চত্বর। মিছিলে অংশ নিয়েছিল হাজার , হাজার তৌহিদি জনতা। মিছিল গুলো বিভিন্ন সড়ক পদক্ষিন করে ই,পি, জেড এলাকায় মাওলানা আল-আমিন সাহেবের নেতৃত্বে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করে এতে বক্তব্য রাখেন, আমেল ও অলেমগণ।
উপস্তিত সকল তৌহিদী জনতার প্রশ্ন ও দাবি ছিল (১) মিয়ানমার জাতিসয়ঘের শক্তিশালী বাহিনী মোতায়ন করতে হবে। (২) মিয়ানমানের উপর অবরোধ অরোপ করতে হবে। (৩) মিয়ানমারের সামরিক বাহিনী ও লোভি হিটলার সুচির বিরুদ্ধে গনহত্যার অভিযোগ অনতে হবে। (৪) রোহিঙ্গাদের নাগরিত্ব প্রদানে বাধ্য করতে হবে। (৫) অনতিবিলম্বে এান তৎপরতা শুরু করতে হবে। (৬)ওআইসি দোশগুলো কর্তৃক মিয়ানমারের উপর অবরোধ অরোপ করার দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে, এবং মায়ানমারের সাথে সকল বানিজ্যিক সম্পর্ক বন্ধ করতে হবে। (৭) গণহত্যার অভিযোগ এনে মায়ানমারের কসায়দের আন্তর্জাতিক কাঠগড়ায় দাঁড করাতে হবে। বাংলাদেশের মায়ারমারের দূতাবাস বন্দ করতে হবে।
বক্তরা প্রশ্ন করে বলেন কোথায় আজ মানবতা ? কোথায় মানবিকতা মানবিক বিবেক মানবাবিধাকারের ধ্বজাধারি গলাবাজনা আজ কোথায় ? জাতিসংঘ আজ নিরব কেন, জাতিসংঘ কি করছে ? ওআইসি আজ কোথায় ? সুচিকে মুসলমার হত্যার ও নির্যাতন করার জন্য কি নোবেল পুসস্কার দেওয়া হয়েছিল? বিশ্বের সকল মোসলমানেরা আজ জানতে চাই। জাতিসংঘকে উদ্দেশ্য করে বলেন। অতিদুত মায়ানমারের মোসলমান হত্যার বন্ধের ব্যবস্থা গ্রহন করুন। নয়তো বিশ্বের মানচিএ থেকে মায়ানমারের নাম মুছে ফেলা হবে।মায়ানমারের মোসলমান হত্যা বন্ধ না হলে। আমরা তৌহিদি জনতা মায়ানমার অভিমুখি যাএা করতে বাধ্য হবো।
বক্তারা সরকারের প্রতি দাবি ও উদ্দেশ্য করে বলেন, ভারতের একটি হাতির জন্য আপনাদের মন কাঁদে কিন্তু আজ মায়ানমারের নিরীহ নিরস্ত্র মোসলমানদের জন্য আপনাদের মন কাঁদেনা কেন? অতি দুত বর্ডার খুলে দিন, রোহিঙ্গা মোসলমানদের আশ্রয় দিন। অন্যথায় আপনারা মানবতার শএুদের কাতারে শামিল হবেন।
উক্ত প্রতিবাদ মিছেলে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আল –আমিন সাহেব(পিন্সিপাল ভাদাইল মাদরাসা), মাওলানা আলমগীর হোসাইন, আলহŸাজ ওয়াক্কাস আলী সাহেব, মাওলানা নজীর আহমেদ(ইমাম ও খতিব তালটেকি জামে মসজিদ), মাওলানা নুরুল ইসলাম সাহেব(প্রতিষ্টাতা দারুন নাজাত মাদরাসা, ইমাম ও খতিব মথনেরটেক জামে মসজিদ)।
এই সংক্রান্ত আরো সংবাদ

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা
আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা
রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

সকাল থেকে ঢাকায় বৃষ্টি
ঢাকায় অফিস শুরুর ঠিক আগ মুহূর্তে নামা ঝুম বৃষ্টিতে নগরবাসীবিস্তারিত পড়ুন