মা’য়ের অপমানের বদলা নিতে তোলোয়াড় হাতে ক্ষীপ্ত সন্তান

ধনী গোপাল ক্ষীপ্ত সন্তানের নাম।বয়স মাত্র ২০। মা তার কাছে স্বর্গের সমতুল্য।সেই মাকে অপমান করেছে তার এক প্রতিবেশি। আর এই অপমানের বদলা নিতে হাতে একটি ধাড়ালো তলোয়ার নিয়ে সিনিমেরা কায়দায় দেওয়াল বেয়ে প্রতিবেশীর ফ্ল্যাটে পৌঁছানোর চেষ্টা তার। কিন্তু প্রতিশোধ নেয়া আর সম্ভব হয়নি। অধিকন্তু তার স্থান হয়েছে থানায়।
গত মঙ্গলবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের ভায়ান্ডারে এভায়ান্ডারের প্ল্যানেটোরিয়া কমপ্লেক্স আবাসনের ঘটনা এটি।
পুলিশ সূত্রের খবর, প্রতিবেশী এক মহিলা সামান্য ঝগড়ার পর তার মাকে চড় মেরেছেন। একথা জানতে পেরে ধোনি গোপাল নামে ওই তরুণ তলোয়ার হাতে নিয়ে ওই মহিলার ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। ওই মহিলার বাড়িতে পৌঁছান তিনি। কিন্তু ওই মহিলা দরজা না খোলায় ধোনি আবাসনের সামনের দেওয়ালের রেলিং বেয়ে তিনতলায় পৌঁছে যান।
কিন্তু ওই মহিলার বাড়িতে ঢুকতে না পেরে অবশেষে নেমে আসেন তিনি। তবে তার আগে ওই মহিলার অ্যাপার্টমেন্টের জানালা ভেঙে দেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ওই তরুণকে পুলিশের হাতে তুলে দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন