মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় মায়ের দেওয়া লিখিত অভিযোগে মাদকাসক্ত ছেলে শামিম মিয়াকে (৩২) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আহসান হাবীব মঙ্গলবার দুপুরে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত শামিম মিয়া সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত্যু মোতাল্লেব হোসেনের ছেলে।
এর আগে, ইয়াবা সেবনের সময় শামিম মিয়াকে সাদুল্যাপুর উপজেলার মিরপুর হাইস্কুল মাঠ থেকে মঙ্গলবার সকালে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে শামিম মিয়া মদ, গাঁজা ও ইয়াবা সেবন করে আসছিল। নেশার টাকা না পেয়ে বাড়িতে তার মাকে নানাভাবে অত্যাচার করত। অতিষ্ঠ হয়ে মা আনোয়ারা বেওয়া ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শামিমকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক শামিম মিয়াকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শয়নকক্ষ থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পান্নাবিস্তারিত পড়ুন
গাইবান্ধায় সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের চেষ্টায় যুবক গ্রেপ্তার
গাইবান্ধা সদর উপজেলায় সাড়ে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টাবিস্তারিত পড়ুন
গাইবান্ধার ফুলছড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
এল. এন. শাহী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে যৌতুকের দাবীতেবিস্তারিত পড়ুন