বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

তারুণ্যের সংবাদ মাধ্যম

মায়ের কবিতাঃ তুমি ফিরে এসো মা..!!!

তুমি ফিরে এসো মা
মোঃ সেলিম খাঁন

এখন আর শুনতে পাই না মায়ের মুখে গান
সেই কবে শিশু কালে,রাতে ঘুম পাড়ানি গান শুনিয়ে
বক্ষে চেপে ধরে মাথায় আচঁল ঢেকে
সর্বাঙ্গ শরীর দোলাতে-দোলাতে ঘুম পাড়ানি গান শুনিয়ে
ঘুম পাড়িয়ে ছিলো আমার মা ।
এখন আর আমার মাথায় হাত বুলিয়ে দেয় না
করে না চুম্মন আমার দুটি গালে আর কোপলে।
এখন আর আমায় দেয় না খেলার মাঠে পাঠিয়ে
কেউ আর বলে না অনেক খেলেচিস খোকা এবার আয় খেতে।
সন্ধা হলে উঠনে বসে শুনাতো মা কত গল্প
এখন আর আমায় কেউ ডাকে না গল্প শুনাতে।
মা আমি আজ বড় মরিয়া হয়ে উঠেছি
তোমার ঘুম পাড়ানি গান, ছন্দ আর গল্পের দেশে হারিয়ে যেতে ।
মা শুধু একটি বার আমার কাছে এসো
দেখো তোমার ছোট্ট খোকা বুক ভরা আশা নিয়ে
হা-হা কার হয়ে বসে আছি তোমার পথ চেয়ে
তুমি আসবে বলে
মাগো তোমার একটি গল্প শুনিবার তরে।
মাগো শুধু একটি বার আমার কাছে এসো
আর একবার তোমার বুকে মাথা রাখতে চাই
ঘুমাতে চাই তোমার আচঁল ছায়ার তলে।
তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না মা
তুমি ক্যানো আমার কাছ থেকে দূরে চলে গেলে
আমি যে আজ বড় একা হয়ে গেছি মা বড়ই একা হয়ে গেছি ।
এখন প্রতিটা মূহুর্ত কষ্ট, যন্ত্রনা আর লান্ঞনার সম্মুক্ষিন হতে হচ্ছে আমাকে
তুমি ফিরে এসো মা তুমি ফিরে এসো।
আমি আবারও তোমার মুখে শুনতে চাই সে গান
চাই তোমার বুক ভরা ভালো বাসা
ফিরে পেতে চাই তোমার স্নেহ, মমতা।
তুমি ফিরে এসো মা তুমি ফিরে এসো
তোমার সেই ছোট্ট খোকার কাছে তুমি ফিরে এসো ।

মোঃ সেলিম খাঁন, পাটগ্রাম থানা ,জেলা লালমনির হাট।
ll

এই সংক্রান্ত আরো সংবাদ

আহা চিকুনগুনিয়া !

ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে মেঝেতে পা দিয়ে আমিবিস্তারিত পড়ুন

‘দৃষ্টিশক্তি থাকা, কিন্তু জীবনে লক্ষ্য না থাকা অন্ধত্বের চেয়েও খারাপ’

চক্ষু, কর্ন, জিহবা, নাসিকা, ত্বক – মানুষের এই পাঁচটি ইন্দ্রিয়েরবিস্তারিত পড়ুন

ধর্ষিতা মেয়েটির গল্প

পারিনি সেদিন নিজেকে শোষকদের হাত থেকে রক্ষা করতে, পারিনি সেদিনবিস্তারিত পড়ুন

  • যা হবে কবিতা লিখে…!
  • কাটাপ্পা বাহুবলির পর এইবার হিরো আলম ড্রেস?
  • দর্শক যেভাবে বুঝলেন যে মাশরাফির স্ত্রী ক্রিকেট খেলেন না!
  • ‘‘আজকাল আইসিসির সহযোগিতা ছাড়া মাশরাফি-তামিমদের বিপক্ষে জেতা যায় নাকি’’
  • গরু খোঁজা (একটি গল্প)
  • যেসব খাতে ভ্যাট বসানো অতি জরুরি
  • ভাড়া ১০০ টাকা, ভ্যাট-ট্যাক্স মিলে ২৪০!
  • দুদকের হয়ে কেস লড়তে চান কেডি পাঠক
  • শততম টেস্টে আম্পায়ার কেন ওই রকম করলেন?
  • রিক্সা চালাই বিয়ে করেছিলাম, আমার মতই এক গরীবের মেয়েকে বউ করে এনেছিলাম —
  • নারীর দাস জীবন এবং একজন সাদিয়া নাসরিন
  • আজকের এ দিনে রক্তে রঞ্জিত হয়েছিলো ঢাকার রাজপথ