মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মায়ের কল্পনার মান রেখেছেন মোসাদ্দেক

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার সমীকরণের এক ম্যাচে কিউইদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। কার্ডিফে এ ম্যাচে জিততে পারলেই জিইয়ে থাকবে সেমিতে যাওয়ার আশা। জয়ের লক্ষ্য নিয়েই তাই মাঠে নামে টাইগাররা। টসে হেরে ফিল্ডিংয়ে নেমে দলীয় ৬৯ রানের মধ্যে কিউইদের ২ উইকেট তুলে নেয় টাইগাররা। কিন্তু এরপরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন কিউই অধিনায়ক কেন উলিয়ামসন ও রস টেইলর।

৩০তম ওভারে রানআউট হয়ে উইলিয়ামসন আউট হলেও রানের চাকা সচল রাখেন টেইলর আর নেইল ব্রুম। তাদের খেলা দেখে মনে হচ্ছিল ৩০০ পার করবে কিউইরা। ৪২তম ওভারে অধিনায়ক মাশরাফি মর্তুজা বল তুলে দেন মোসাদ্দেক হোসেন সৈকতের হাতে। প্রথম ওভারে এসে তিনি দেন ৫ রান।

৪৪তম ওভারে নিজের ২য় ওভার বল করতে এসে প্রথম বলেই তিনি তুলে নেন ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা নেইল ব্রুমের উইকেট। এরপর ক্রিজে আসেন মারকুটে ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন। তাকে রানের খাতা খুলতেই দেননি মোসাদ্দেক। লেগ বিফোরের ফাঁদে ফেলে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। এক ওভারে ২ উইকেট হারিয়ে হঠাৎই দিশেহারা হয়ে পড়ে কিউইরা।

এরপর ৪৬তম ওভারে বোলিং করতে এসে ওভারের শেষ বলে ব্যক্তিগত ২৩ রান করা জেমি নিশামকে স্ট্যাম্পিং করে ফেরান এ স্পিনার। পরপর দুই ওভারে ৩ উইকেট তুলে নিয়ে কিউইদের রানের চাকা আটকে দেন মোসাদ্দেক। শেষ পর্যন্ত কিউইরাও আটকে যায় ২৬৫ রানে। ৩ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন মোসাদ্দেক।

শিহরণ জাগানিয়া এক বোলিং স্পেলে লণ্ডভণ্ড করে দেন কিউইদের স্বপ্ন-সাধ।

নিজের ছেলের এমন পারফরমেন্সে মুখে হাসি ফুটেছে মা হোসনে আরা বেগমের (৩৫)। সেই কথাই বলছিলেন ‘শুধু ব্যাটিংয়েই নয়, বোলিংয়েও দেশকে নিজের সেরাটাই উপহার দিয়েছে মোসাদ্দেক। ছেলের সাফল্য আমার মুখেও হাসি ফুটিয়েছে। দোয়া করি ও যেন সব সময় দলের জয়ে এমন ভূমিকা রাখতে পারে।’

অসাধারণ বোলিং নৈপুণ্যে মা হোসনে আরা বেগমের আনন্দ যেন বাঁধ ভেঙেছে। জানালেন, ‘খেলার শুরু থেকেই টিভি সেটের সামনে বসে ছিলাম। আজ ছেলেটা যখন বল হাতে তুলে নিলো তখন আমার মন বলছিলো ও আজ ভালো কিছু করবে। ঠিক তেমনি করেও দেখিয়েছে।’ বলতে হয় ছেলে তার মায়ের কল্পনার মান রেখেছেন।

আরও জানালেন, পাড়ার অনেকেই এসে তাদের বাসায় বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখেছে। এ তালিকায় ছিলো স্বজনেরাও। মোসাদ্দেকের বোলিং সবারই মন কেড়েছে।

এ কারণেই কিনা দলের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরাও। মোসাদ্দেকের ছোট ভাই মোসাব্বির হোসেন মুনও ক্রিকেটার।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির