৩ শিশুপুত্র কে নিজ হাতে খুন করেছেন মা
যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে এক মা স্বীকার করেছেন, তিন শিশুপুত্রকে নিজ হাতে খুন করেছেন তিনি। গত ১৩ মাসে এই তিন শিশুকে খুন করেন তিনি।
কেন নিজের শিশুপুত্রদের খুন করলেন তিনি? এমন প্রশ্নের জবাবে পুলিশকে ওই নারী বলেছেন, তার স্বামী ছেলেকে বেশি পছন্দ করে। সব সময় তার খোঁজখবর নেয়। কিন্তু মেয়েদের বেলায় তিনি উদাসীন। মেয়ের ভবিষ্যতের সুরক্ষা দিতে তাই শিশুপুত্রদের খুন করেছেন তিনি।
এই খুনি মায়ের নাম ব্রিটানি পিলকিংটন। মঙ্গলবার বেলা ৩টার দিকে তিনি তার স্বামী ও পরিচিতজনকে জানান, তার তিন মাসের শিশুপুত্র নোহা শ্বাস নিতে পারছে না। এর কিছু সময় পর সে মারা যায়।
এদিকে পুলিশ বলছে, এই বাড়িতে একই ধরনের তিনটি ঘটনায় শিশুদের মাকে জিজ্ঞাসাবাদ করে তারা। এ সময় পিলকিংটন স্বীকার করেন, তিনি তার সন্তানদের হত্যা করেছেন।
গত বছর জুলাই মাসে তাদের বাড়িতে নিয়াল নামে তিন মাসের আরেক সন্তানকে মৃত পড়ে থাকতে দেখেন তার বাবা জোসেফ পিলকিংটন। শিশুপুত্র নিয়ালের মৃত্যুর কারণ এত দিন অজানা ছিল। এই বছরের এপ্রিল মাসে গাভিন নামে চার বছরের শিশুপুত্রকেও হত্যা করে তার মা পিলকিংটন। সন্তানদের হত্যার দায়ে পিলকিংটনকে গ্রেফতার করেছে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন