সোমবার, জুলাই ৭, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মা-বাবার ভিসার সঙ্গেই ১৩ বছরের শিশুর ভ্রমণ

বাবা-মায়ের ভিসার সঙ্গে ১৩ বছরের নিচের শিশুরা যাতে বাংলাদেশ ও ভারতের মধ্যে গমনাগমন করতে পারে এ জন্য পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়েদ মোয়াজ্জেম আলী।

শুক্রবার বেনাপোল পরিদর্শনে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন হাইকমিশনার।

চার বছর আগে ৬৫ বছরের ঊর্ধ্ববয়সী ভারতীয় নাগরিকদের ৫ বছরের ভিসা দিচ্ছে বাংলাদেশ হাইকমিশন। দীর্ঘ চার বছর পর ভারতীয় হাইকমিশন বাংলাদেশী ৬৫ বছরের ঊর্ধ্ব নাগরিকদের একই ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে আগামী দিনে বাবা-মায়ের ভিসার সঙ্গে ১৩ বছরের নিচের শিশুদের যাতায়াতের সুযোগ দেয়া হবে।

শুক্রবার দুপুরে বেনাপোল স্থলবন্দরের ওপারে পেট্রাপোল বন্দর কাস্টম ইমিগ্রেশন এলাকা পরিদর্শন করেন বাংলাদেশি হাইকমিশনার। আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বেনাপোলে প্রবেশকালে পৌর মেয়র আশরাফুল আলম লিটন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে হাইকমিশনার কাস্টম, বন্দর, প্যাসেঞ্জার টার্মিনাল, চেকপোস্ট ইমিগ্রেশন ও বেনাপোল স্থলবন্দর ও পেট্রাপোল সীমান্তে স্থাপিত ‘সুসংহত চেকপোস্ট’ পরিদর্শন করেন।  এ সময় পাসপোর্ট যাত্রীদের সঙ্গে কথা কথা বলেন তিনি।

বেলা আড়াইটার দিকে বেনাপোল কাস্টম অডিটরিয়ামে বন্দর, কাস্টম ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতাদের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য, পাসপোর্ট যাত্রী যাতায়াত ও বন্দর কাস্টমসের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন হাইকমিশনার।

তার এই পরিদর্শনে আসার বিষয়ে হাইকমিশনার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যৌথভাবে ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধন করেন। বিষয়টির বাস্তবায়ন দেখতেই পরিদর্শনে এসেছেন তিনি।

বেনাপোল কাস্টমস কমিশনার শওকাত হাসেনের সভাপতিত্বে সভায়  ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, দুই দেশের বেনাপোল-পেট্রাপোল ইনটিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধনের পরও এটি পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারেনি। বেনাপোল বন্দরে গুদাম সংকটসহ অবকাঠামোগত কোনো উন্নয়ন  ঘটেনি।

খোলা আকশের নিচে কোটি কোটি টাকার অমদানিকৃত মালামাল দিনের পর দিন রোদ-বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার বিষয়টি তুলে ধরা হয় সভায়।

সভায় বক্তব্য দেন বন্দরের ডাইরেক্টর নিতাইচন্দ্র সেন, কাস্টমস যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান, ডেপুটি কমিশনার মারুফ হোসেন ও নিতিশ চন্দ্র , সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো

সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প
  • ওমানে বন্দুকধারীর হামলায় মসজিদের কাছে   ৪জন নিহত
  • ট্রাম্পকে গুলি করা ব্যক্তি দলের নিবন্ধিত ভোটার
  • প্রেসিডেন্ট মাসুদকে সতর্কতা ইরানিদের