মা-মেয়েকে ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা বহিষ্কার
পটুয়াখালীর বাউফল উপজেলায় সনাতন ধর্মাবলম্বী মা ও মেয়েকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া দুই নেতা হলেন বাউফলের নাজিরপুর ইউনিয়নের রায় তাঁতেরকাঠি গ্রামের ১ নম্বর ওয়ার্ডের সহসভাতি নূর আলম মল্লিক (৩৫) ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম মীর (৩০)।
জাতীয় সংসদের চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য আ স ম ফিরোজের নির্দেশে আজ সোমবার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাউফল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ খান এই তথ্য জানিয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকী জানান, মা ও মেয়ের ডাক্তারি পরীক্ষা শেষে আজ সোমবার দুপুরে বাউফলের বিচারিক হাকিম আদালতের বিচারক আমিনুল ইসলাম তাদের জবানবন্দি রেকর্ড করেছেন। মা ও মেয়ে জবানবন্দিতে ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়েছেন।
এদিকে ধর্ষণের অভিযোগ এনে ছয়জনকে আসামি করে মামলা করা হলেও অপর পাঁচ আসামি এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন।
গত শনিবার সকালে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের এক মা (৩৮) ও তাঁর কলেজ পড়ুয়া মেয়ে (১৭) উপজেলার শৌলা নূরজাহান গার্ডেনে বেড়াতে যান। সেখান থেকে নিমদী লঞ্চঘাট থেকে একটি ট্রলারে করে তেঁতুলিয়া নদীতে বেড়াতে গেলে কেশবপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর চর ঈশানের কাছে ওই ট্রলারে থাকা ছয় ব্যক্তি মা-মেয়েকে ধর্ষণ করে। এ সময় তাঁদের চিৎকারে কয়েকজন জেলে এসে মা ও মেয়েকে উদ্ধার করে এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা নূর আলমকে হাতেনাতে আটক করে। অন্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় রোববার বাউফল থানায় মামলা হয়।
ধর্ষণের ঘটনায় দুই স্বেচ্ছাসেবক লীগ নেতার জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চিফ হুইপ আ স ম ফিরোজের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ
পটুয়াখালী-৩: বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে হাসান
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নানা উসিলা আর উপলক্ষে নির্বাচনীবিস্তারিত পড়ুন
পটুয়াখালীতে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ নারী আটক
পটুয়াখালীতে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মোসা. ফাতিমা আক্তার (৩০)বিস্তারিত পড়ুন
এক নারীকে স্ত্রী দাবি দুই ব্যক্তির!
পটুয়াখালীর বাউফলে এক নারীকে (২২) দুই ব্যক্তি স্ত্রী হিসেবে দাবিবিস্তারিত পড়ুন