মা হচ্ছেন, তারই মধ্যে ফের বসছেন বিয়ের পিঁড়িতে

নয় মাসের গর্ভবতী এষা দেওল। যেকোনও সময় প্রসব বেদনা উঠতে পারে। এর মধ্যেই বিয়ের পিঁড়িতে বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন হেমা মালিনী কন্যা এষা দেওল। এমনটা জেনে অনেকের কাছেই ব্যতিক্রমী সিদ্ধান্ত বলে মনে হতে পারে। তবে চমক অন্যত্র। নিজের স্বামী ভরত তখতানিকেই বিয়ে করতে চলেছেন তিনি।
কী করে এমনটা সম্ভব? আসলে সুখেই ঘর-কন্যা করছেন হেমা-কন্যা! এই বিবাহে সেই সুখেরই প্রতিচ্ছবি। শ্বশুড়বাড়ির প্রথা মেনেই বিয়ে করতে চলেছেন তিনি। সিন্ধি মতে যখন গর্ভবতীদের প্রথা মেনে সাধ দেওয়া হয়, তখন বেশ কিছু অন্য নিয়ম থাকে। যে নিয়মে ফের নিজের স্বামীর সঙ্গে বিয়ে করতে হয় স্ত্রীদের। তবে বিয়ের সময় যে সাত পাকের বন্ধন হয়, এতে তা হয় না। মাত্র তিন পাকের বন্ধন হয়। শাস্ত্রমতে, এতে নাকি আগত সন্তানের কল্যাণ হয়।
এষা দেওলের বিবাহের কাহিনী সিনেমার থেকে কম কিছু নয়। বাল্যকালে একই বিদ্যালয়ে পড়তেন ভরত ও এষা। বছর ছ’য়েক আগে হেমা মালিনীর পরিচালিত ছবি ‘টেল মি ও খুদা’র সেটে প্রেম পর্ব শুরু হয় ভরত ও এষার। প্রেম করার এক বছরের মধ্যেই বিয়ে সেরে ফেলেন দু’জনে। নতুন অতিথির জন্য আপাতত সাজো সাজো রব তখতানি পরিবারে। গ্রিস থেকে ফটোশ্যুট সেরে এসেছেন হেমার কন্যা ও জামাই। চলতি সপ্তাহেই নতুন করে বিয়ের পিঁড়িতে বসবেন এষা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন