“মিডিয়া না এলেও আমাকে আসতে হবে”

আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন মন্ত্রীর পরিদর্শনের কারণে ঈদযাত্রায় জনদুর্ভোগ বাড়ে কিনা? জবাবে মন্ত্রী বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই ঈদে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে সড়ক পরিদর্শনে যাচ্ছেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের আরো বলেন, এবার ঈদ যাত্রায় ভোগান্তি কম, মানুষ নির্বিঘ্নে চলছে। এ সময় মন্ত্রীর পরিদর্শন ও সঙ্গে গণমাধ্যমের গাড়ির চাপে জনদুর্ভোগ আরো বাড়ে- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাকে তো খোঁজ-খবর নিতে হবে। আর ঈদযাত্রায় মানুষের খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাকে আসতেই হবে, মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতে হবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি এখনো আমার দৃষ্টিতে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সেতুমন্ত্রী রংপুরে ট্রাক উল্টে প্রাণহানীর ঘটনায় দুঃখপ্রকাশ করেন। পাশাপাশি বাস মালিকদের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন