মিতু হত্যার তদন্তে আবারও বাবুল আক্তারকে ডাকবে পুলিশ

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার তাঁর স্ত্রী মাহমুদা খানম হত্যায় জড়িত বলে মাহমুদার মা-বাবা যে অভিযোগ করেছেন তা যাচাই-বাছাই শুরু করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। এরই অংশ হিসেবে বাবুলকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে ডাকা হবে।
মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. কামরুজ্জামান আজ মঙ্গলবার বিকেলে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন, তদন্তের অংশ হিসেবে তিনি গত রবিবার রাজধানীর মেরাদিয়ার ভুঁইয়াপাড়ায় মাহমুদার বাবার বাসায় যান। প্রায় আড়াই ঘণ্টা মাহমুদার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি গুরুত্বপূর্ণ অনেক তথ্য পেয়েছেন। বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামে ডাকা হবে। তবে কবে ডাকা হবে তার তারিখ নির্ধারণ হয়নি, কিছুদিনের মধ্যে ডাকা হতে পারে।
মাহমুদা হত্যায় তদন্ত কর্মকর্তা বাবুলকে সন্দেহ করেন কিনা-এমন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, সন্দেহ করার মতো কোনো তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। আট মাসে এই মামলায় জড়িত সন্দেহে আসামিদের গ্রেফতার করা হয়েছে। দুজন ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন। খুনের নির্দেশদাতা কে এবং কেন তারা মাহমুদাকে খুন করল সেই প্রশ্নের জবাব খোঁজা হচ্ছে। তদন্ত এখনো শেষ হয়নি। তাই নির্দেশদাতা কে বলা যাচ্ছে না।
গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মাহমুদাকে। এই ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
এদিকে গত রবিবার মাহমুদার মা-বাবা বাবুলকে অভিযুক্ত করার পর সোমবার বাবুল ফেসবুকে ২ হাজার ১৬০ শব্দে লেখা এক স্ট্যাটাসে লিখেছেন, তথ্যপ্রমাণ ছাড়া তাকে খুনি বানানো হচ্ছে। তাঁর শ্বশুর-শাশুড়ি মেয়েকে হারিয়ে ভিত্তিহীন কথা বলছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন