মিথুনের তৃতীয় হাফ সেঞ্চুরি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে এসে জ্বলে উঠেছেন মোহাম্মদ মিথুন। যদিও আগের তিন ম্যাচের দুইটিতেই অপরাজিত ছিলেন রংপুর রাইডার্সের অন্যতম সেরা খেলোয়াড়। ব্যাটিংয়ের তেমন সুযোগ হয়নি তার। তবে বৃহস্পতিবার সুযোগ পেয়েই জ্বলে উঠলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তুলে নিলে বিপিএল ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি।
বরিশাল বুলসের বিপক্ষে এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভালোই শুরু করেছিল রংপুর। তবে দলীয় ২১ রানে সৌম্য সরকারের বিদায়ের পর মাঠে নামেন মিথুন। এরপর এক প্রান্তে দারুণ ব্যাটিং করে তুলে নেন হাফ সেঞ্চুরি। ৩৫ বলে হাফ সেঞ্চুরির কোঠায় পৌঁছান তিনি। এ রান করতে ৫টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।
এদিন আফগানিস্তানের ক্রিকেটার মোহাম্মদ শাহজাদের ২৫ রানের ছোট একটি জুটি করার পর ইংলিশ ব্যাটসম্যান লিয়াম ডউসনের সঙ্গে দারুণ এক জুটি গড়ে তুলেছেন মিথুন। এখন পর্যন্ত এ জুটির সংগ্রহ ৫৭* রান। আর মিথুন অপরাজিত আছেন ৫২ রানে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন