শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিথ্যা পরিচয় দিয়ে জনরোষের শিকার দীপ্ত টিভির টিম

চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় সানোয়ারা সিটি ও সানোয়ারা হাউজিং সোসাইটিতে গিয়ে জনরোষের শিকার হয়েছে দীপ্ত টিভির একটি টিম। মিথ্যা পরিচয়ে ও বিনা অনুমতিতে প্রবেশ করে প্রকল্প এলাকার ভিডিওচিত্র ধারণ করার কারণে স্থানীয় লোকজন ওই টিমকে অবরুদ্ধ করে। পরে টিমের সদস্যরা চান্দগাঁওয়ে এসে র‌্যাবের কার্যালয়ে ঢুকে যান।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার বিকালে ক্যামেরা নিয়ে কয়েকজন লোক বিনা অনুমতিতে সানোয়ারা সিটি ও সানোয়ারা হাউজিং প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ সময় তারা প্রকল্প এলাকার বিভিন্ন ভিডিও ধারণ করতে থাকে। প্রকল্পের লোকজন তাদের পরিচয় জানতে চাইলে প্রথমে শুটিং করা হচ্ছে বলে জানান। পরে বলেন, তারা বিবিসির সাংবাদিক। তাদের কথার গরমিলে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করা হয়। একপর্যায়ে তারা নিজেদের দীপ্ত টিভির সাংবাদিক পরিচয় দেন। এরপর স্থানীয় লোকজন ও ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তাদের ঘেরাও করে রাখে। একপর্যায়ে তাড়া খেয়ে র‌্যাব চান্দগাঁও অফিসের কার্যালয়ে ঢুকে যায় মিথ্যা পরিচয়দানকারী দীপ্ত টিভির টিম।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির একান্ত সচিব নিয়াজ মোরশেদ নীরু যুগান্তরকে জানান, দোহাজারীর লালুটিয়ায় ঢাকার কাজী ফার্ম নামে একটি প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপের বিপুল পরিমাণ জায়গা দখল করে রেখেছে। কিন্তু দীপ্ত টিভি ও তাদের মালিকানাধীন পত্রিকায় উল্টো মন্ত্রী ও তার ছেলে শিল্পপতি মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও কুৎসা রটনাপূর্বক সংবাদ পরিবেশন করে মন্ত্রীর পরিবারের মানসম্মান ক্ষুণ্ণ করে। এ কারণে সানোয়ারা গ্রুপের কর্মকর্তা শেখ আহমদসহ অন্য একজন কর্মকর্তা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

নিয়াজ মোরশেদ নীরু আরও জানান, রোববারও একই উদ্দেশে দীপ্ত টিভির টিম মিথ্যা পরিচয় ও বিনা অনুমতিতে সানোয়ারা গ্রুপের বিভিন্ন প্রকল্পে ঢুকে ষড়যন্ত্রমূলকভাবে প্রকল্পের বিভিন্ন চিত্র ধারণ করে। এ সময় তারা প্রকল্পের লোকজনের সঙ্গে প্রতারণার আশ্রয় নেয়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় জনগণ তাদের ঘেরাও ও অবরুদ্ধ করে রাখে এবং পরে তাড়া করে। এই টিমের সদস্যদের মধ্যে এর আগে দায়ের হওয়া মামলার একজন আসামিও ছিলেন বলে তিনি জানান।

সানোয়ারা গ্রুপের একজন কর্মকর্তা বলেন, তারা যদি পরিচয় দিতেন অবশ্যই প্রকল্প কর্মকর্তা ও স্থানীয় লোকজন তাদের সহযোগিতা করতেন। এভাবে মিথ্যা পরিচয় দেয়া বা বিনা অনুমতিতে কোনো প্রকল্পে প্রবেশ করা নীতিনৈতিকতার মধ্যে পড়ে না।

এই সংক্রান্ত আরো সংবাদ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে স্বাগতিক ওয়েস্টবিস্তারিত পড়ুন

রাস্তা আটকে যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ীদের বিক্ষোভ

যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভবিস্তারিত পড়ুন

যে ৫ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশিদের জন্য সতর্কতা

থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদেরবিস্তারিত পড়ুন

  • ধর্ম উপদেষ্টা: মসজিদে নববীর আদলে গড়ে তোলা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
  • রাজশাহীতে মুক্তিযোদ্ধার ভাস্কর্য ভাঙারির দোকানে
  • ২ ডিসেম্বর থেকে ঢাকা-যশোর-বেনাপোল রুটে ট্রেন চলবে
  • ভরিতে এবার ১,৯৯৪ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • সংস্কার হলে পেট্রোল-ডিজেলের দাম কত কমানো সম্ভব জানালো সিপিডি
  • রাজশাহীতে সমন্বয়ককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ
  • ড. ইউনূস: খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত
  • দেশের নতুন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীন
  • ঢাবি ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হচ্ছে শাটল বাস সার্ভিস
  • পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর গুলি, নিহত ৩৮
  • সায়েন্সল্যাব এলাকা থেকে সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজের
  • ড. ইউনূস: আমাদের শিক্ষাব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে, এটি ত্রুটিপূর্ণ