মিথ্যা বলেছেন ক্রিকেটার শহীদ, ফিরিয়ে নেননি স্ত্রী-সন্তানদের!
জাতীয় দলের তরুণ পেসার মোহাম্মদ শহীদ। সম্প্রতি স্ত্রীকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগে খবরের শিরোনাম হয়েছেন। আবার শিরোনাম হয়েছেন, সেই সমস্যার সমাধান করে স্ত্রী ও দুই সন্তানকে বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়ার সংবাদে। অথচ, দুঃখজনক হলেও সত্য, প্রথমটি সত্য হলেও দ্বিতীয় সংবাদটি ছিল ভুয়া। স্ত্রী ও সন্তানদের বাসায় ফিরিয়ে নেননি এই তরুণ ক্রিকেটার- এমনই অভিযোগ করেছেন তার স্ত্রী ফারজানা।
সর্বসাম্প্রতিক অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই নতুন বিষয়টি। শহীদের স্ত্রী ফারজানা আক্তারের অভিযোগ, এখনও তাকে ও তার দুই সন্তানকে শহীদ তার বাসায় ফিরিয়ে নেননি। বাচ্চাদের ভরণপোষণ তো নয়ই, ফোন করে খবরও নেন না তিনি। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে বাবার বাড়ি মুন্সীগঞ্জের শিবের পাড়াতেই থাকছেন তিনি।
এই প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত তরুণ পেসার মোহাম্মদ শহীদ বলেন, ফিরিয়ে এনেছি এমন কথা আমি কোনো মিডিয়াকে বলিনি, আমি বলেছি- ফিরিয়ে আনব। দুই পরিবারের মুরুব্বিরা একসাথে বসে সিদ্ধান্ত নিয়ে এই সমস্যার সমাধান করবেন। আর আমার ‘বড় ভাই’ নারায়ণগঞ্জের নিট কনসার্নের মালিক জাহাঙ্গীর এলে তবে এই সমস্যার সমাধান হবে। তিনি বিদেশ সফরে আছেন, ১০/১২ দিন পর আসবেন। তার আগে এই সমস্যার সমাধান হবে না।
তার স্ত্রীর করা অভিযোগের বিষয়ে তাকে অবহিত করা হলে তিনি বলেন, তিনি মিথ্যা অভিযোগ করছেন। আমি সামান্য খ্যাতি পেয়েছি তাই খ্যাতির বিড়ম্বনা সইতে হচ্ছে। আর, এসব নিয়ে যে তিনি ‘ড্যাম কেয়ার’- তা-ও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন এই ‘তারকা’ ক্রিকেটার।
অপরদিকে, তরুণ এই ক্রিকেটার কর্তৃক ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতনের বর্ণনা দিলেন তার স্ত্রী ফারজানা আক্তার। অকথ্য শারীরিক নির্যাতন, বার বার বাসা থেকে বের করে দেওয়া, ভরণপোষণ না দেওয়া, সন্তানসম্ভবা অবস্থায়ও অত্যাচার অব্যাহত রাখা, দিনের পর দিন কথা না বলে মানসিক অত্যাচার করা, স্ত্রীর স্বীকৃতি দিতে অস্বীকৃতি থেকে শুরু করে অন্য নারীর প্রতি আসক্তি- এমন সব অভিযোগ করেন তিনি।
এই পাল্টাপাল্টি অভিযোগ আর একে অন্যর প্রতি তীর ছোড়ার মাঝখানে পড়ে বলি হচ্ছে অবুঝ দুটি শিশু। তিন বছরের আরাফ আর ১১ মাস বয়সী শিশুকন্যা আরোহী। ডুবতে বসেছে সাত বছরে পা দেওয়া সংসার জীবন।
‘বিয়ের প্রথম দুই বছর ও আমাকে ভীষণ ভালোবাসত, এতটা ভালোবাসা আর কোনো মেয়ে কোনোদিন পেয়েছে বলে আমার জানা নেই। আর এখন ও আমাকে ভীষণ ঘৃণা করে, এতটা ঘৃণাও কোনো স্ত্রী কখনও পেয়েছে কি-না, তাও আমার জানা নেই,’- কালের কণ্ঠর কাছে এভাবেই নিজের অতীত ও বর্তমান অবস্থা বর্ণনা করেন ফারজানা।
সেই সঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে এই নির্যাতনভোগী গৃহবধূ বলেন, ‘স্ত্রী হিসেবে আমার স্বীকৃতি না হয় না-ই পেলাম, আমার সন্তানদের ও যেন নিজের সন্তান বলে স্বীকার করে নেয়। প্লিজ, আপনারা আমার সন্তানদের স্বীকৃতির বিষয়ে সোচ্চার হোন। ‘
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন