মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৯২
সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এখন নিখোঁজ আছেন ৮০ জন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রদূত জানান, নিহত হাজিদের মধ্যে ৭৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ৫৫ জনের লাশ সৌদি আরবেই দাফন করা হয়েছে। যেসব লাশ দেখে পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না তাদের ডিএনএর সঙ্গে আত্মীয়দের ডিএনএ মিলিয়ে পরিচয় নিশ্চিত করছে সৌদি সরকার।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিখোঁজ হাজিদের সৌদি আরবে থাকা নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা দিতে অনুরোধ করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বরের এই দুর্ঘটনায় এক হাজারের বেশি হাজি নিহত হয়েছেন। এর মধ্যে ইরানি হাজির সংখ্যা বেশি। দেশটি এ ঘটনায় সৌদি আরবের অব্যবস্থপনাকে দায়ী করেছে। তবে বাংলাদেশসহ অন্যান্য মুসলিম দেশ এ ঘটনায় সমবেদনা ও শোক জানালেও সৌদি আরবকে দোষারোপ করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ
আড়াই বছর পর কারাগার থেকে বের হলেন পি কে হালদার
বাংলাদেশে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত প্রশান্ত কুমার (পি কে) হালদার ভারতেরবিস্তারিত পড়ুন
আয়কর রিটার্ন জমার সময় আবারও এক মাস বাড়লো
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষেরর আয়কর রিটার্ন দাখিলের সময় আরওবিস্তারিত পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বিজিবির সাবেক মহাপরিচালক মইনুলকে
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তৎকালীন বাংলাদেশ রাইফেলস-বিডিআরেরবিস্তারিত পড়ুন