মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৯২
সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা বেড়ে ৯২ জনে দাঁড়িয়েছে। এখন নিখোঁজ আছেন ৮০ জন।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
রাষ্ট্রদূত জানান, নিহত হাজিদের মধ্যে ৭৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে ৫৫ জনের লাশ সৌদি আরবেই দাফন করা হয়েছে। যেসব লাশ দেখে পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছে না তাদের ডিএনএর সঙ্গে আত্মীয়দের ডিএনএ মিলিয়ে পরিচয় নিশ্চিত করছে সৌদি সরকার।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিখোঁজ হাজিদের সৌদি আরবে থাকা নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা দিতে অনুরোধ করা হয়েছে।
গত ২৪ সেপ্টেম্বরের এই দুর্ঘটনায় এক হাজারের বেশি হাজি নিহত হয়েছেন। এর মধ্যে ইরানি হাজির সংখ্যা বেশি। দেশটি এ ঘটনায় সৌদি আরবের অব্যবস্থপনাকে দায়ী করেছে। তবে বাংলাদেশসহ অন্যান্য মুসলিম দেশ এ ঘটনায় সমবেদনা ও শোক জানালেও সৌদি আরবকে দোষারোপ করেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে জানালা দিয়েবিস্তারিত পড়ুন