মিন্টু, আনোয়ার, আমানের আত্মসমর্পণ
নাশকতার ৮৯ মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছেন বিএনপির তিন নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান রোববার আদালতে উপস্থিত হয়ে এসব আবেদন জমা দেন।
তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, “ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত, মুখ্য বিচারিক হাকিম আদালত ও মহানগর দায়রা জজ আদালতে তাদের আবেদনগুলো জমা দেওয়া হয়েছে।”
এর মধ্যে আমান ৭০ মামলায়, এম কে আনোয়ার ১০ মামলায় এবং মিন্টু ৯ মামলায় আত্মসমর্পণ করেছেন। বেলা আড়াইটার দিকে সংশ্লিষ্ট আদালতে এসব মামলার শুনানি হতে পারে বলে তাদের আইনজীবী জানিয়েছেন।
বিএনপির এই তিন নেতা হরতাল-অবরোধে নাশকতার ৫২ মামলায় হাই কোর্টে আগাম জামিন পেয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ গত ২৭ জুলাই জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন