মিম-বাপ্পীর গোপন বিয়ে!

সপ্তাহজুড়ে দেশিয় শোবিজ গোসিপে জায়গা করে নিয়েছে মিম-বাপ্পীর বিয়ের খবরটি। তবে বিষয়টি যে ভিত্তিহীন গুজব তা যেমন অভিনেতা বাপ্পীর দাবি, তেমনি সাফ না বলে জানিয়ে দিয়েছেন মিমের মা।
বাপ্পী-মিম গোপনে বিয়ে করেছেন! এমনকি নভেম্বরের শুরুতে কলকাতার পার্শ্ববর্তী একটি মন্দিরে গিয়ে মালাবদল করেছেন বলেও খবর বের হয়েছে। আর এ বিষয়টিকে নিত্যান্তই হাস্যকর হিসেবে মনে করছেন নায়ক বাপ্পী চৌধুরী। এসব বিষয় নিয়ে দেশের প্রথম সারির একটি অনলাইন গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলেন বাপ্পী।
অন্যদিকে বিয়ের এ খবরে বেশ চটে গিয়েছেন বিদ্যা সিনহা মিমের মা ছবি সাহা। তিনি বলেছেন, মিম বিয়ে করলে গোটা বাংলাদেশ জানবে। তার বিয়ে গোপনে হবে কেন! তাছাড়া আমার মেয়ের নামে কেউ এক ফোটা বদনাম করতে পারবে না। তার বিনয়, আচরণ, সিনিয়রদের প্রতি শ্রদ্ধাবোধ, নতুনদের প্রতি বন্ধুত্বসুলভ আচরণ সবসময় প্রশংসিত হয়েছে।
উল্লেখ্য, মিম-বাপ্পী আবারো একসঙ্গে এখন অভিনয় করছেন ‘দাগ’ নামের একটি সিনেমায়। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ডাবিং বির্তকে চলে আসা অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’ চলচ্চিত্র।
মিম-বাপ্পীর বিয়ে হলো, এমন গসিপে বাপ্পী বলেন, ‘মিমের সঙ্গে গোপন বিয়ের খবর আমার কাছে কমেডি ছাড়া আর কিছুই মনে হয়নি। আমি জানি না আমাকে নিয়ে কেন এমনভাবে টানা হলো। আমি কাজ করতে ভালবাসি, কাজ করে যাচ্ছি, আর ওদিকে গুজব রটানো হচ্ছে’।
উল্লেখ্য, বাপ্পীকে নিয়ে এমন বিয়ের গুজব এটাই প্রথম না, এর আগেও অভিনেত্রী মাহী, আঁচলসহ আরো দুজনকে নিয়ে গুজব ওঠে আগে। আর এবার তার সঙ্গে নিয়ে আসা হয়েছে বিদ্যা সিনহা মিমকে।
বাপ্পী বলেন, ‘ভাই আমি তো কিছু করিনাই, আমাকে পঞ্চমবারের মতো বিয়ে দেয়া হলো! হাস্যকর ঘটনা’।
এদিকে মুক্তির অপেক্ষায় বাপ্পী-মিমের ‘আমি তোমার হতে চাই’। সামনে মুক্তি পেলেও ডাবিং বির্তক থেকেই যাচ্ছে বলে জানালেন নায়ক বাপ্পী। তিনি বলেন, ‘আমি ছেড়ে দিয়েছি, আইন আদালত করতে ভাল লাগে না। কাজ নিয়ে থাকতে চাই। আর এটা নিয়ে পরিচালককে আর কিছু বলতেও চাই না। আমার সঙ্গে ঠিক কাজ করা হলো না’। সূত্র: ইত্তেফাক
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন