রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে
মিয়ানমারের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে দেশটির অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচ বাতিল করেছে মালয়েশিয়া।
মালয়েশিয়া ফুটবল দলের এক মুখপাত্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়ে বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনকে কেন্দ্র করে প্রীতি ম্যাচ বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত।
নাম প্রকাশ না করে ওই মুখপাত্র আরো বলেন, মালয়শিয়া একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি নিয়ে মিয়ানমারের প্রতি মালয়েশিয়ার বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গাদের নির্যাতন করছে এবং তাদের বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বলে আভিযোগ আছে।
এদিকে বুধবার মালয়েশিয়ার জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, আগামী ৯ ও ১২ ডিসেম্বর মিয়ানমারের অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচ বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৯ অক্টোবর মিয়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে এক হামলার জের ধরে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। এই অভিযানে রাখাইনে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা, মহিলা ও কিশোরীদের ধর্ষণ, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন