মিরপুরে রাত থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রিকেট ভক্তরা

আজ মিরপুরে বাংলাদেশ ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচ নিয়ে এদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে বেশ চরম উত্তেজনা কাজ করছে। অনেকেই ব্যাপক আগ্রহী সরাসরি মাঠে বসে খেলা দেখবেন। এদিকে, এ ম্যাচের টিকিটের জন্য গত রাত থেকে রাজধানীর মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামের কাছে দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন ক্রিকেট ভক্তরা। প্রচুর বৃষ্টি হলেও লাইনে যেন বৃষ্টির ছাপ নেই, যে করেই হোক একটি টিকেট পেতেই হবে। এদিকে টিকিট কালোবাজারিতে চলে যাওয়ার অভিযোগও করছেন অনেকেই।
স্পোর্টস ডেস্ক: আজ মিরপুরে বাংলাদেশ ইংল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচ নিয়ে এদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে বেশ চরম উত্তেজনা কাজ করছে। অনেকেই ব্যাপক আগ্রহী সরাসরি মাঠে বসে খেলা দেখবেন। এদিকে, এ ম্যাচের টিকিটের জন্য গত রাত থেকে রাজধানীর মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামের কাছে দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন ক্রিকেট ভক্তরা। প্রচুর বৃষ্টি হলেও লাইনে যেন বৃষ্টির ছাপ নেই, যে করেই হোক একটি টিকেট পেতেই হবে। এদিকে টিকিট কালোবাজারিতে চলে যাওয়ার অভিযোগও করছেন অনেকেই।
টিকিট প্রত্যাশি একজন জানান, তিনি রাত থেকেই মিরপুরে আছেন। তিনি ও তার এক বন্ধু খেলা দেখবেন এজন্যই লাইনে দাঁড়িয়ে আছেন রাত থেকেই। টিকিট পাবেন নিশ্চিত? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পাবো তো অবশ্যই, এরপরেও যদি না পাই তাহলে সেটি হবে আমার জন্য চরম হতাশাজনক।
রাত থেকে একটি টিকিটের জন্য দীর্ঘ লাইন যেন গোটা মিরপুরকে ছুঁয়ে যাচ্ছে। মিরপুর ১০ নম্বর থেকে লাইন ঠেকেছে মিরপুর ২ নম্বরে।
আরেক বিশ্ববিদ্যালয় বলেন, ‘আমি ভোরে এসেছি, মাশরাফবাহিনীর খেলা মাঠে বসে আমাকে দেখতেই হবে। টিকিট পাওয়ার জন্যই লাইনে দাঁড়িয়েছি। বৃষ্টিতে ভিজতে হয়েছে। এখন টিকিট পেলেই হয়। তবে আশেপাশে বেশকিছু সন্দেহজনক মানুষ ঘোরাফেরা করছেন। এদের কালোবাজারির লোক মনে হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন