মিরপুরে রোদ উঠেছে, খেলা শুরু

সকালে মিরপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আস্তে আস্তে রোদ উঠতে শুরু করেছে। যদিও স্টেডিয়ামের আশপাশের আকাশে হালকা মেঘ দেখা যাচ্ছে এখনও। তবে সেটা বৃষ্টি হওয়ার মতো নয়। মাঠও পুরোপুরি প্রস্তুত। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।
শুক্রবার প্রথম দিন মোট খেলা হয়েছ ৭৬.২ ওভার। এরমধ্যে বাংলাদেশ ব্যাটিং করেছে ৬৩.৫ ওভার, ইংল্যান্ড ১২.৩ ওভার। বৃষ্টির কারণে প্রথম দিন কমপক্ষে ১২.৩ ওভার খেলা হতে পারেনি। মানে মোট এক ঘণ্টাখানেক কম হয়েছে প্রথম দিনের খেলা। এ কারণে আজ দ্বিতীয় দিন আধা ঘণ্টা আগে খেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু আজ নয়, তৃতীয় দিনেও সাড়ে ৯টা থেকে খেলা শুরু হবে জানা গেছে। পরিস্থিতি যা তাতে, বাকি দিনগুলোতেও খেলা সাড়ে ৯টায় শুরুর সম্ভাবনা বেশি। কারণ সকালে পর্যাপ্ত আলো থাকে। শীত শুরু হওয়ায় বিকালের দিকে কুয়াশা পড়ছে। ফলে আলোর স্বল্পতা দেখা দিচ্ছে এ সময়। চট্টগ্রাম টেস্টেও এমনটা দেখা গেছে।
গতকাল প্রথম দিন ৫৯ ওভার থেকেই ফ্লাড লাইট জ্বালিয়ে দেওয়া হয়। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া পর্যন্ত কৃত্রিম আলোতেই খেলা হয়। মিরপুরে তামিম ইকবালের সেঞ্চুরি ও মুমিনুল হকের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২২০ রান করে অলআউট হয় টাইগারররা। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করে। প্রথম ম্যাচে ২২ রানে জয় পেয়েছিল ইংলিশরা। তারা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। টেস্ট সিরিজ শুরুর আগে টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন