সোমবার, এপ্রিল ২১, ২০২৫

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিরপুরে সাকিব-তামিম লড়াই

দুই দলই দুর্বার গতিতে ছুটে চলেছে। প্লে অফ অনেকটাই নিশ্চিত হয়ে যাওয়ায় লড়াই শুরু হয়েছে শীর্ষস্থান দখলের। শীর্ষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত হলে ফাইনালে ওঠার দুটি সুযোগ মেলে। আর সে সুযোগ লুফে নিতেই ছুটে চলেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা ডায়নামাইটস ও দুই নম্বর দল চিটাগং ভাইকিংস।

তবে এই দুই দলের শুক্রবারের লড়াইয়ে সবকিছু ছাপিয়ে আলোচনায় সাকিব আল হাসান ও তামিম ইকবাল। জাতীয় দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা দুই বন্ধু শুক্রবার সন্ধ্যায় মাঠে নামবে নিজেদের আরও এগিয়ে রাখার মিশনে। এই ম্যাচের আগে অবশ্য তামিমের চেয়ে এগিয়ে আছেন সাকিব আল হাসানই।

সাকিবের দল ঢাকা ডায়নামাইটস ১০ ম্যাচের সাতটিতে জিতে সবার ওপরে আছে। রান রেটেও আর সব দলের চেয়ে অনেক এগিয়ে তারা। অন্যদিকে চিটাগং ভাইকিংস ১০ ম্যাচের ছয়টিতে জিতেছে। রানরেটে ঢাকার চেয়ে অনেকটাই পিছিয়ে তারা। এছাড়া ঢাকার বিপক্ষে আগের সাক্ষাতেও জেতা হয়নি চিটাগংয়ের।

১৭ নভেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সেই ম্যাচে ঢাকার কাছে ১৯ রানে হেরে গিয়েছিলেন তামিম ইকবালরা। অবশ্য এরপরই বদলে যায় চিটাগং। পরের ম্যাচেই জয় তুলে নেয় তারা। এরপর চিটাগংয়ের জয়রথ ছুটেই চলেছে। টানা পাঁচ ম্যাচ জিতে নিজেদের অনেকটা অপ্রতিরোধ্যই করে তুলেছে চিটাগং।

এই ধারাতেই থাকতে চায় তারা। চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি তেমনটাই জানালেন। তিনি বলেন, ‘আমরা খুব ভালো ছন্দে আছি। শেষ পাঁচটা ম্যাচ টানা জিতেছি। বোলিং-ফিল্ডিং ভালো হচ্ছে। আর আমাদের ব্যাটিং লাইন তো বরাবরই ভালো ছিল। সব মিলিয়ে একটা সমন্বিত দল হয়েছে। আশা করব, শেষ কয়েক ম্যাচে যেভাবে খেলছি সেই পরিকল্পনা মতো পরবর্তী ম্যাচগুলো খেলার।’

ঢাকা শক্তিশালী দল সেটা ভালো করেই জানে চিটাগং। তবে নিজেদের ফিরে পেয়ে ফিরতি ম্যাচে ঢাকাকে হতাশাই উপহার দিতে চায় তারা। জহুরুল বলেন, ‘ঢাকা খুব ভালো করছে। বলা যায় ঢাকা টুর্নামেন্টের খুব ফেভারিট একটা দল। এর আগে ঢাকার বিপক্ষে আমরা যে ম্যাচটা খেলেছি তখন আমাদের দলটা খুব একটা ভালো অবস্থায় ছিল না। কিন্তু এখন আমরা যে মোমেন্টাম পার করছি, আশা করব পরবর্তী ম্যাচে ঢাকার সাথে আমরা খুব ভালোভাবেই ঘুরে দাঁড়াব।’

এক্ষেত্রে লড়াইটা হতে পারে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যেও। ঢাকার সর্বশেষ ম্যাচে খেলেছেন আন্দ্রে রাসেল, ডোয়াইন স্মিথ ও এভিন লুইস। অন্যদিকে, চিটাগংয়ের হয়ে সর্বশেষ দুই ম্যাচে খেলেছেন ব্যাটিং দানব ক্রিস গেইল। শুক্রবারের ম্যাচে ফিরতে পারেন আরেক উইন্ডিজ ব্যাটসম্যান ডোয়াইন স্মিথও। সব মিলিয়ে সাকিব-তামিমের পর উইন্ডিজ ক্রিকেটারদের মধ্যেও জমে উঠতে পারে লড়াই।

এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন

  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক
  • বাংলাদেশ-ভারত সিরিজে থাকবেন তামিম!
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির