মিরপুরে স্যুয়ারেজ থেকে শিশু সাব্বিরের লাশ উদ্ধার

মিরপুরে স্যুয়ারেজ থেকে শিশু সাব্বিরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীরা। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ৭ টার পর তারা দ্বিতীয়বারের মতো উদ্ধার অভিযান শুরু করেন।
এর আগে মিরপুরে লেগুনা চালক আমীর হোসেনের সাড়ে ৩ বছরের শিশু জুনায়েদ আহমেদ সাব্বিরকে বৃহস্পতিবার বিকাল থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সন্দেহ হয় বাড়ির সামনে স্যুয়ারেজ লাইনে সাব্বির পড়ে গেছে। রাত ১০ টায় ফায়ার সার্ভিসকে খবর দেয়ার পর স্যুয়ারেজ লাইনে তল্লাশি চালানো হয়। রাত সাড়ে ১২টা পর্যন্ত ওই লাইন থেকে কাউকে উদ্ধার করতে পারেনি।
পুলিশ জানায়, স্যুয়ারেজ লাইনটি মিরপুর-১ এর রূপালি হাউজিংয়ের পাশ দিয়ে রূপনগর হাউজিং হয়ে তুরাগ নদীতে মিশেছে। স্যুয়ারেজ লাইনের প্রশস্ত তিন ফুট। শিশুটি পরিবারের সঙ্গে রূপালি হাউজিংয়ের একটি টিনশেড ঘরে থাকত। সে ওই লাইনে পড়ে গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। খেলতে বের হওয়ার পর তাকে খুঁজে না পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তার পরিবার বিষয়টি পুলিশকে জানায়। তারা বলছে, সে স্যুয়ারেজ লাইনে পড়ে গেছে।
শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শিশুটি স্যুয়ারেজ লাইনে পড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এমন কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। তারপরও ফায়ার সার্ভিস খোঁজ করে দেখছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন