মিরাজকে দশে নামানোর ব্যাখ্যা দিলেন সাব্বির

নিজের অভিষেক টি-টোয়েন্টিতে মেহেদী হাসান মিরাজ বল হাতে দূত্যি ছড়ালেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। অথচ রাজশাহী কিংস নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে দশ উইকেটই! কোনো বল না খেলার সুযোগ পাওয়া মিরাজ অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। ব্যাটিংয়ে নামেন দশ নম্বরে!
‘প্রতিষ্ঠিত’ ব্যাটসম্যান মিরাজকে দশে থেকে অবাক হয়েছিলেনখুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার মিরাজকে কেন দশ নম্বরে নামানো হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি রাজশাহীর পেসার আবুল হাসান রাজু। আজ (বৃহস্পতিবার) দলের আইকন ক্রিকেটার সাব্বির এ বিষয়ে মুখ খুলেন। সাব্বিরের ভাষ্য অনুযায়ী টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত অনুযায়ী দশে নেমেছিলেন মিরাজ।
সাব্বির বলেন,‘এটা দলীয় খেলা, ব্যক্তিগত কোনো খেলা নয়। মিরাজকেদলই সেখানে পাঠিয়েছে। এটা ম্যানজমেন্টের সিদ্ধান্ত ছিল। এখানে ব্যক্তিগত কোনো দোষ নেই। ব্যক্তিগতভাবে নেওয়ারও কিছু নেই। এটা দলীয় খেলা, দলের ম্যানেজমেন্টই এই সিদ্ধান্ত নিয়েছে।’
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ রানে হারতে হয় রাজশাহী কিংসকে। মিরাজের আগে ব্যাটিংয়ে নামেন আবুল হাসান রাজু, ফরহাদ রেজা ও মোহাম্মদ সামী। অলরাউন্ডারের তকমা পেলেও মিরাজ প্রথম ম্যাচে পাননি সঠিক মূল্যায়ন!
বোলিংয়ের মত মিরাজ ব্যাটিংয়েও বেশ প্রতিভাবান। ১৪ প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২৯ রান করেছেন মিরাজ। এছাড়া লিস্ট ‘এ’ক্রিকেটে ২৭ ম্যাচে মিরাজের ব্যাট থেকে এসেছে ৪৮১ রান। নামের পাশে আছে ২টি হাফসেঞ্চুরির ইনিংসও। যুব ক্রিকেটে মিরাজের মূল পরিচয় ছিল ব্যাটসম্যান হিসেবেই। ৫৬ ম্যাচে ২৯ গড়ে করেছেন ১৩০৫ রান। যুব ক্রিকেটে হাঁকিয়েছেন ১২টি হাফসেঞ্চুরি।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন