মিরাজকে পেয়েই উচ্ছ্বসিত রাজশাহী

জাতীয় দলে সাবেক-বর্তমান খেলোয়াড় মিলে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে রাজশাহী কিংস। আছেন ভালোমানের কয়েকজন বিদেশি খেলোয়াড়ও। অবশ্য আলোটা তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ওপরই বেশি। আর তা থাকাটাই স্বাভাবিক, তিনি যে ইংল্যান্ডবধের নায়ক।
আর এই কারণে মিরাজকে দলে পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজশাহী। তাঁকে পাওয়াটা অনেক বড় ব্যাপার বলে মনে করেন দলের অন্যতম খেলোয়াড় নুরুল হাসান সোহান।
অবশ্য টি-টোয়েন্টিতে এখনো খুব একটা পরীক্ষিত নন মিরাজ। টেস্টে অভিষেক হলেও কোনো টি-টোয়েন্টি ম্যাচ এখনো খেলেননি তিনি। তবুও তাঁকে দলে পেয়ে দারুণ খুশি সোহান বলেন, ‘মিরপুর টেস্টে যে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে মিরাজ, তা সত্যিই অসাধারণ। তাই তার মতো খেলোয়াড় আমাদের দলে থাকাটা অনেক বড় ব্যাপার। সে দলে থাকা মানে আমাদের অনুপ্রাণিত করা।’
দেশি-বিদেশি খেলোয়াড়দের মিলে বেশ ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে রাজশাহী কিংস। দেশীয় খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে আছেন মুমিনুল হক, রনি তালুকদার, আবুল হাসান, অভিজ্ঞ রকিবুল হাসান, ফরহাদ রেজা, সালমান হোসেন ও এবাদত হোসেন।
বিদেশিদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন সামি, পেসার কেসরিক উইলিয়ামস, পাকিস্তানের উমর আকমল, ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল, শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা ও মিলিন্দা সিরিবর্ধন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে রাজশাহী কিংস।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন