মিরাজকে সংবর্ধনা দিল ওয়ালটন

অভিষেকেই বল হাতে চমক দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টানা দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন এই টাইগার অলরাউন্ডার। এমন নৈপুণ্যের পর অনেকেই মিরাজকে সংবর্ধনা দেয়। রোববার (৭ নভেম্বর) মিরাজকে সংবর্ধনা দিল ওয়ালটন গ্রুপ। শুভেচ্ছা উপহার হিসেবে মিরাজের হাতে তুলে দেওয়া হয়েছে এক লাখ টাকার চেক ‘টোকেন অব লাভ’। সঙ্গে ওয়ালটন ব্র্যান্ডের ‘প্রিমো এক্স-ফোর’ মডেলের স্মার্টফোন। সংবর্ধনা শেষে মিরাজ বলেন, ‘ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদেরও যথাযথ মূল্যায়ন করে ওয়ালটন। ওয়ালটনের কাছে কৃতজ্ঞ। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওয়ালটনের সম্মান বাড়াতে সামনে আরও ভালো পারফর্ম করার চেষ্টা থাকবে।’ ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘ওয়ালটন তারকার চেয়ে জিনিয়াসদের বেশি মূল্যায়ন করে। মিরাজের যখন তারকাখ্যাতি ছিলো না, তখন ওয়ালটন তাঁকে অ্যাম্বাসেডর নিয়োগ করে।’রাজধানীর মতিঝিলে ওয়ালটনের মিডিয়া অফিসের কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনায় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি অ্যান্ড এইচআরএম) এসএম জাহিদ হাসান, নির্বাহী পরিচালক (পিআরঅ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম ও জাহিদুল ইসলাম, সহকারী পরিচালক রবিউল ইসলাম মিল্টন প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন