মিরাজদের কাছে তামিম-তাসকিনের পরাজয়
চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ঐতিহ্যবাহী দল শক্তিশালী আবাহনীকে হারিয়ে প্রথম জয় তুলে নিল আগের ছয় ম্যাচে টানা হারা কলাবাগান ক্রীড়া একাডেমির খেলোয়াড় মেহেদি হাসান মিরাজরা।
সোমবার মিরাজদের কাছে তামিমের আবাহনী হারে ৩ উইকেট ব্যবধানে। এদিন মিরাজদের কাছে হেরে সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সাত নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে তামিম ও তাসকিনদের।
আবাহনীর দেওয়া ছুড়ে দেওয়া ২৮৩ রানের চ্যালেঞ্জ নিয়ে ব্যাট করতে নেমে ১৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় কলাবাগান। দলের পক্ষে দারুণ এক সেঞ্চুরি করেন অধিনায়ক মাহমুদুল হাসান। ১১১ বলে ১০৬ রানের এ ইনিংসটি তিনি ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে সাজিয়ে তোলেন।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন তাপস ঘোষ। ৪৪ বলে ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া জতিন সাক্সেনা করেন ৪১ বলে ৪৩ রান। ওপেনিংয়ে নেমে ইরফান শুক্কুর ২৩ বলে ৩০ রান করেন। আবাহনীর পক্ষে ৪৭ রানে ৩টি উইকেট নেন আবুল হোসেন রাজু।
এর আগে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আবাহনী। দলের প্রায় সব ব্যাটসম্যানের অবদানে ২৮২ রানের সংগ্রহ পায় তারা। দলকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও অভিষেক মিত্র। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করে অভিষেক।
এছাড়া তামিম ৪৮, মোসাদ্দেক হোসেন ৪২, মনোজ তিওয়ারি ৪০, নাজমুল হোসেন শান্ত ৩৭ ও আবুল হোসেন রাজু ২২ রান করেন। কলাবাগানের পক্ষে ৫২ রানে তিনটি উইকেট পান অধিনায়ক মাহমুদুল হাসান। ২টি উইকেট নেনে জতিন সাক্সেনা।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন