মিরাজের তাণ্ডবে অবশেষে বাংলাদেশের সগ্রহ ২২৬
ম্যাচের প্রথম ঘণ্টাখানে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা উইকেটের দারুণ সহায়তা পেয়েছেন। কিন্তু, মজার ব্যাপার হল আউটগুলোর দায় উইকেট কিংবা উইন্ডিজ পেসারদের অতিমানবীয় হয়ে ওঠা নয়! এরচেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হল, প্রথম দশ ওভারে বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চ রান তুলতে সক্ষম হয়েছে।
ফলে, একটা ব্যাপার নিশ্চিত করে বলা যায় – উইকেট বা প্রতিপক্ষের পেসার কোনটাই ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের জন্য বড় হুমকি হতে পারেনি; যতটা হতে পেরেছে নিজেদের খামখেয়ালি আচরণ। অন্তত প্রথম তিনটা উইকেটকে স্রেফ আত্মহত্যা বললেও কম বলা হয়।
ভাগ্য ভাল যে, শেষটায় আরেকটা নিজের জাত চেনাতে পেরেছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আর তার সাথে এবার যোগ হয়েছিলেন সাইফুদ্দিন। ষষ্ঠ উইকেট জুটিতে তাদের ৮৫ রানের জুটিতেই শেষমেশ বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২২৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।
এই ম্যাচটা জিতে গেলেই আগামী ১৪ ফেব্রুয়ারির ফাইনালে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। ম্যাচটা অনুষ্ঠিত হবে একই ভেন্যু মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
সকালে টসে জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। তাতে সপ্তম ওভারের প্রথম বলের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে প্রথম বিপদে পড়ে স্বাগতিকরা। সেখান থেকে নিয়মিত বিরতিতে উইকেট পতন ঘটতে থাকে। যথাক্রমে ৫৮, ৮৮ ও ১১৩ রানে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন ঘটে।
এর মধ্যে জয়রাজ শেখ ৩৫ ও জাকির হাসান ২৪ রান করলেও কেউ বড় কোন ইনিংস খেলতে পারছিলেন না। এরপর হাল ধরেন খোদ অধিনায়ক মিরাজ। তার টানা তৃতীয় হাফ সেঞ্চুরি বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনে।
পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকে সাথে নিয়ে ১৮ ওভার দুই বল উইকেটে টিকে থেকে যোগ করেন মোট ৮৫ রান। এরপর আবারও বিপদ। ৪৬ তম ওভারে কেমো পলের পর পর দুই বলে দুই সেট ব্যাটসম্যান আউট হয়ে যান।
শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ২২৬ রান করতে পারে বাংলাদেশ। এই রান নিয়ে বাংলাদেশ কি আদৌ পারবে স্বপ্নের ফাইনালে পৌঁছাতে? – সময়ই জানিয়ে দেবে এই প্রশ্নের উত্তর।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন