মিরাজে মুগ্ধ বয়কটও

ইংল্যান্ড সিরিজে অসাধারণ বোলিং-নৈপুণ্য দিয়ে সারা ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন তিনি। ক্রিকেট দুনিয়ায় এখন রীতিমতো মেহেদী হাসান মিরাজের বন্দনা চলছে। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট নেওয়া এই তরুণ অফ স্পিনারের বোলিং দেখে মুগ্ধ সাবেক ইংলিশ অধিনায়ক জিওফ বয়কটও।
মিরাজের প্রশংসা করে বয়কট বলেন, ‘বাংলাদেশ মিরাজের মতো দারুণ একজন বোলারকে পেয়েছে। সে আমাদের যেভাবে বিস্মিত করেছে, তা ক্রিকেটের জন্য দারুণ ব্যাপার। তাঁর মতো তরুণ প্রতিভাই এখন ক্রিকেটের জন্য অনেক বেশি প্রয়োজন। আশা করি এ ধারাবাহিকতা ভবিষ্যতেও ধরে রাখবে সে।’
শুধু মিরাজেই মুগ্ধ নন বয়কট, প্রশংসা করেছেন বাংলাদেশ দলেরও, ‘বাংলাদেশ যেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে উন্নতি করছে, তাতে এমন জয় পেতেই পারে তারা। এই জয়ের পুরো কৃতিত্ব তারাই পাবে। তবে টেস্টটা ইংল্যান্ডের হারা উচিত হয়নি।’
বাংলাদেশ সফরে ইংল্যান্ড ওয়ানডে সিরিজ ২-১-এ জিতলেও, টেস্ট সিরিজে ১-১-এ সমতায় শেষ হয়েছে। সফরকারী দল চট্টগ্রামে প্রথম টেস্ট কোনোমতে জিতলেও ঢাকায় দ্বিতীয় টেস্টে ১০৮ রাজের বিশাল ব্যবধানে হেরেছে।
টেস্টে বাংলাদেশের এই সাফল্যের পেছনে মূল অবদান ছিল মিরাজের। তিনি চট্টগ্রামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেট পান। দ্বিতীয় ইনিংসে অবশ্য নেন এক উইকেট। আর ঢাকায় দুই ইনিংসেই ছয় উইকেট করে নেন এই তরুণ স্পিনার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন